জাতীয় নির্বাচনের পথ ধরে আসন্ন উপজেলা নির্বাচনেও যদি বিএনপি অংশ না নেয় তবে সেই ভুলের খেসারত দলটিকে দিতে হবে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উপজেলা নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে বেশি ভোটার ভোট দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
সোমবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজের বাড়িতে মা বেগম ফজিলাতুন্নেসার পঞ্চম মৃত্যুবার্ষিকীর আয়োজন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এসময় বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন এই নেতা।
ওবায়দুল কাদের বলেন, “আমরা উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত রেখেছি। জাতীয় নির্বাচনে নৌকা ছিল। যারা স্বতন্ত্র হিসেবে ভোট করতে চেয়েছে, এলাউ হয়েছে। এবার উপজেলা নির্বাচন উন্মুক্ত। আমি বলতে পারি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে আপামর বাঙালি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের থেকে বেশি মানুষ অংশগ্রহণ করবে।”
এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ও দলটির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে না এসে বিএনপি যদি ২৮ নভেম্বরের মতো কোনও কর্মসূচি দেয় তাহলে এবারও তাদের পালাতে হবে।
“বিএনপি জাতীয় নির্বাচনে না এসে যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না এলে এই ভুলের জন্যও খেসারত দিতে হবে।”
এর আগে দুপুরে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বাড়িতে যান ওবায়দুল কাদের। সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।