Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ঈদের আনন্দ নিয়ে বিএনপির অভিযোগ ঠিক নয় : কাদের

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের। ছবি : সকাল সন্ধ্যা
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

মূল্যস্ফীতির কারণে মানুষ আনন্দের সঙ্গে ঈদ করতে পারেনি বলে বিএনপির অভিযোগ প্রত্যাখান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, “মূল্যস্ফীতির মধ্যেও এবার ১ কোটি ৪ লাখের বেশি গবাদিপশু কোরবানি হয়েছে। গতবারের চেয়ে এবার প্রথম দিনেই ৩ লাখের বেশি কোরবানি হয়েছে। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে, বিএনপির এ তথ্য ঠিক নয়।”

মঙ্গলবার ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও সমালোচনা করতে ছাড়েনি মন্তব্য করে তিনি বলেন, “সমালোচনা করে বিএনপিসহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করেছে। মূল্যস্ফীতি আছে তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

এসময় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠার দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে। যে যত বড় বা শক্তিশালীই হোক না কেন, দুর্নীতি করলে তদন্ত হবে। দুদক এটি করবে।”

সরকার অন্ধকারে ঢিল ছুঁড়তে চায় না জানিয়ে তিনি বলেন, “আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির তেমন অভিযোগ আসেনি। তবে দুর্নীতি হলে তদন্ত হবে, বিচার হবে। বিচার বিভাগ স্বাধীন, দুদকও স্বাধীন। যে যতো প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত