Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আয়ের চেয়ে তিন গুণ ব্যয় বিএনপির

SS-BNP-logo
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপি। ২০২৩ পঞ্জিকা বছরে দলটি আয়ের চেয়ে তিন গুণের বেশি ব্যয় করেছে। গত বছর দলটির আয় হয়েছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাাজার ১৫১টাকা। তবে দলটির ব্যয় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।

সোমবার নির্বাচন কমিশনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

জাতীয় নির্বাহী ও স্থায়ী কমিটির চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকের সুদ দলটির আয়ের উৎস।

অন্যদিকে দলের গুম খুন হওয়া নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিতে দলটি ব্যয় করেছে ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৮১৯টাকা। বাকি টাকা অফিস কর্মচারীদের বেতন, পত্রিকায় বিজ্ঞাপন, পোস্টার ও ইফতার আয়োজনে ব্যয় করেছে দলটি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনও দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি।

২০২২ সালে বিএনপির আয় হয়েছিল ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয় ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। ওই বছর উদ্বৃত্ত ছিল ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

২০২৩ সালে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয় ও ব্যয় দুটোই বেড়েছে। ২০২৩ সালে দলটির আয় বেড়ে দাঁড়ায় ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা। দলটির ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত