Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

৩ লাল কার্ডের ম্যাচে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের ড্র

p1
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস লিগে নিয়মিতই খেলে বেনফিকা। ঐতিহ্যবাহী পর্তুগিজ সেই দলটিকেই নাকানি-চুবানি খাইয়ে ছাড়ল আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। ক্লাব বিশ্বকাপে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ২৭ মিনিটে ম্যারাডোনার স্মৃতিবিজরিত বোকা জুনিয়র্স এগিয়ে যায় ২-০ গোলে।

এরপর ম্যাচে লাল কার্ড দেখেছেন ৩ ফুটবলার! রেফারি দিয়েছেন বিতর্কিত পেনাল্টি। নাটকীয় ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয় ২-২ গোলে। দুই আর্জেন্টাইনই বুক ভাঙে বোকা জুনিয়র্সের। বেনফিকার হয়ে গোল করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি।

২-০ গোলের জয়ে ক্লাব বিশ্বকাপ শুরু করেছে চেলসি।

ক্লাব বিশ্বকাপের অপর ম্যাচে এলএএফসিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। গোল করেন পেদ্রো নেতো ও এনসো ফের্নান্দেস। আরেক ম্যাচে জিতেছে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো। স্পোর্তিভকে ২-০ গোলে হারিয়েছে তারা।

বেনফিকার বিপক্ষে ২১ মিনিটে মিগুয়েল আর ২৭ মিনিটে গোল করেছিলেন রোদ্রিগো। বিরতির ঠিক আগে বিতর্কিত পেনাল্টিতে বদলে যায় ম্যাচের মোড়। কার্লোস প্যালাসিওসকে ডিবক্সে আন্দের হেরেরা ফাউল করলে ভিএআরে পেনাল্টি দেন রেফারি। লাল কার্ড দেখেন হেরেরা। সেই পেনাল্টি থেকে গোল করেন আনহেল দি মারিয়া। বোকার গোলরক্ষক অগাস্টিন মার্চেসিন রেফারির সমালোচনা করে বলেন, ‘‘এই রেফারিকে অনেক দিন ধরে চিনি আমি। তিনি কি দেখে পেনাল্টি দিলেন জানি না। তবে আমাদের এগিয়ে যেতে হবে।’’

৭২ মিানিটে লাল কার্ড দেখেন বেনফিকার আন্দ্রে বেলোত্তি। ৮৪ মিনিটে ১০ জন নিয়েই বেনফিকার হয়ে সমতা ফেরান আর্জেন্টাইন তারকা নিকোলাস ওতামেন্দি। ৮৮ মিনিটে বোকার হোর্হে ফিগাল দেখেন লাল কার্ড। ৯ জন নিয়ে আর পেরে উঠেনি তারা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত