Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ঘরে বাবা-ছেলের লাশ, মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঢাকার শেরে বাংলা নগর এলাকার তালতলার একটি বাসা থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে নিহত ব্যক্তির কিশোরী মেয়েকে।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে তালতলা মোল্লাপাড়ার বাসা থেকে দুটি লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক।

নিহতরা হলেন বাবা মো. মশিউর রহমান ও তার ছেলে সাদাত। এছাড়া মশিউরের ১৩ বছর বয়সী কিশোরী মেয়েকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ আহাদ আলী বলেন, “বিকালে আমাদের কাছে খবর আসে তালতলা মোল্লাপাড়ার একটি বাসায় বাবা-ছেলে মারা গেছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাসার ফ্যানের সঙ্গে ঝুলছেন মশিউর রহমান, বিছানায় পড়ে রয়েছে সাদাদের লাশ।

“সুরতহালে দেখা যায়, ছেলে সাদাতের গলায় রশির দাগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়ত ছেলে-মেয়েকে হত্যার চেষ্টা করেছিলেন বাবা মশিউর। আমরা ঘটনাস্থলে মেয়েকে পাইনি। পুলিশ যাবার আগেই তাকে উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি।”

বাবা ও ছেলের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী মশিউর আগে চাকরি করতেন। তবে বেশ কিছুদিন হলো বেকার অবস্থায় রয়েছেন। তার ছেলে সাদাত একটি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন ওসি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত