বগুড়ার ধুনটে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী একই সময় একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সোমবার উপজেলার জোর শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে এই আদেশ জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক খান। এর ফলে সেখানে আর কেউ কর্মসূচি পালন করতে পারবেন না।
এদিন বিকাল ৩টায় দিকে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন ও ঘোড়া প্রতীকের প্রার্থী টিআইএম নুরুন্নবী তারিখ বিদ্যালয় মাঠে সমাবেশ আয়োজন করেন।
এতে নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষ ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়। দুপুর ২টা থেকে সেখানে পাঁচজন বা তার বেশি লোকের সমাগম এবং বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. আশিক খান জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জোরশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৫ জুন বগুড়ার ধুনট, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলায় ভোট হওয়ার কথা।