Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বগুড়ায় ৬ শিক্ষার্থী আটক

Bogura-protest
[publishpress_authors_box]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সোমবার বিকালে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের কেন্দ্র সাতমাথায় গিয়ে সমাবেশ করতে চাইলেও করতে পারেনি।

সাতমাথা এলাকা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে। সাতমাথায় বিচ্ছিন্নভাবে অবস্থান নিতে যাওয়া ছয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের একজন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করেছেন।

কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সর্বোচ্চ আদালতের নির্দেশে কোটা ৫৬ শতাংশ থেকে ৭ শতাংশে নামিয়ে আনার পর আন্দোলনের আর যৌক্তিকতা নেই।

আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ঢাকায় গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়ার পর তাদের মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের একটি বার্তাও দেওয়া হয়। তবে বাইরে থাকা সমন্বয়করা সোমবার বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করে জানান, তাদের আন্দোলন চলবে।

সেই ডাকে সাড়া দিয়ে সোমবার বিকাল ৩টার দিকে বগুড়া শহরের কেন্দ্র সাতমাথায় শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের জলেশ্বরীতলা এলাকায় শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল বের করে শিক্ষার্থীরা। সাতমাথা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপাক উপস্থিতির কারণে মিছিলের পর তারা কালী মন্দির এলাকার অবস্থান নেয়। বিকাল ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে কথা বলে তাদের সরিয়ে দেয়।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে সাতমাথা এলাকায় অবস্থান নিতে যাওয়া চার শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এর মধ্যে দুই জন ছাত্রী ও দু্ই জন ছাত্র। শহরের এডওয়ার্ড পার্ক এলাকা, সেউজগাড়ী থেকে আরও দুইজনকে আটক করা হয়। আটকদের একজন রুকু আক্তার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী দাবি করেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সাতমাথায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আন্দোলনের মাঝে ১৯ জুলাই শহরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় সিয়াম শুভ (১৬) নামে এক কিশোর গুলিতে নিহত হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এসব ঘটনা বগুড়ায় ১৫ মামলায় ১৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ছয় শিক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার। তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত