Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে আনল আন্দোলনকারীরা

ঢাকায় অসহযোগের প্রথম দিন রবিবার শিক্ষার্থীদের সঙ্গে শ্রমজীবী মানুষও রাজপথে নামে। ছবি : হারুন অর রশীদ
ঢাকায় অসহযোগের প্রথম দিন রবিবার শিক্ষার্থীদের সঙ্গে শ্রমজীবী মানুষও রাজপথে নামে। ছবি : হারুন অর রশীদ
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে সরকার হটাতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার বিকালে আন্দোলনকারীদের টেলিগ্রাম গ্রুপে কর্মসূচি পরিবর্তনের সিদ্ধান্ত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

এর আগে দুপুরে নতুন কর্মসূচি হিসাবে মঙ্গলবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

সেই কর্মসূচি এগিয়ে আনার সিদ্ধান্ত জানিয়ে আসিফ বলেন, “পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।

“বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।”

আগের ঘোষণায় সোমবার সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশের কর্মসূচি ছিল। এরপর মঙ্গলবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছিল।

পূর্ব ঘোষণা অনুযায়ী, রবিবার সকালে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবরোধ।

ক্ষমতাসীন আওয়ামী লীগও এদিন রাজপথে নামলে ব্যাপক সংঘর্ষ হয় দেশজুড়ে।  

আসিফ বলেন, “আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করেছে খুনি হাসিনা। চুড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে।

“চূড়ান্ত লড়াই, এই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে ….. ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যূদয় ঘটাব।”

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাই মাসে এই আন্দোলন শুরু হলেও সংঘাত-সহিংসতায় দুই শতাধিক মানুষের প্রাণ হারানোর পর শনিবার শহীদ মিনারে সমাবেশ থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়।

সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, এখন আর আলোচনার সুযোগ নেই।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত