Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

গোলাপি বলে হ্যাজেলউডের শূন্যতা পূরণ করবেন বোল্যান্ড

bolland-4
[publishpress_authors_box]

ভারতের বিপক্ষে হার দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর মিশনে আবার খেয়েছে ধাক্কা। সাইড স্ট্রেইনে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। অ্যাডিলেডের দ্বিতীয় টেস্ট হবে দিবারাত্রির। গোলাপি বলের এই টেস্টে হ্যাজেলউডের অভাব পূরণে প্রস্তুত স্কট বোল্যান্ড।

পার্থের প্রথম টেস্ট চলার সময়ই অস্ট্রেলিয়ার কিছু রিজার্ভ খেলোয়াড় গোলাপি বলের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। যদিও অ্যাডিলেড টেস্টে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বোল্যান্ড। হ্যাজেলউড না থাকায় একাদশের একটি জায়গায় পরিবর্তন আনতেই হচ্ছে। ওই জায়গায় দলকে সাহায্য করতে প্রস্তুত আছেন ডানহাতি পেসার।

২০২৩ সালের জুলাইয়ে অ্যাশেজে সবশেষ টেস্ট খেলেছিলেন বোল্যান্ড। অ্যাডিলেড দিয়ে আবার সুযোগ আসছে তারা। চলতি মৌসুমের শুরুতেও মাঠে ছিলেন না। তবে চোট কাটিয়ে ফিরে দারুণ পারফর্ম করেছেন। অস্ট্রেলিয়ান পেসার বলেছেন, “স্পষ্টতই আমি এই মৌসুমের শুরুতে খুব বেশি ক্রিকেট খেলিনি। তবে আমার কাছে মনে হচ্ছে, আমি যথেষ্ট ক্রিকেট খেলেছি। আমি সত্যিই ভালো জায়গায় আছি।”

ফিটনেস নিয়ে বোল্যান্ড বলেছেন, “আমার শরীরের অনুভূতি এখন সত্যিই ভালো। আমার কয়েকটা নিগল ছিল, একটু ব্যথা ছিল। কিন্তু হাঁটু ও পা খুবই ভালো বোধ করছে। কীভাবে সাফল্য বের করে আনতে হবে, সে ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”

পার্থ টেস্ট বাজেভাবে হেরেছে অস্ট্রেলিয়া। টপ অর্ডারের ব্যাটাররা দুই ইনিংসের একটিতেও ভালো করতে পারেননি। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে বোলাররা থামাতে পারেননি ভারতীয় ব্যাটারদের। অ্যাডিলেড টেস্টের আগে দলের পারফরম্যান্স নিয়ে কী ভাবছে অস্ট্রেলিয়া?

বোল্যান্ড বলেছেন, “আমাদের ড্রেসিং রুমে মোটেও আতঙ্কের কিছু ঘটেনি। হ্যাঁ, অবশ্যই ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কিছু কথা হয়েছে, যেহেতু প্রত্যেকে প্রত্যেক ম্যাচে ভালো করতে চায়। তবে সবশেষে ব্যাপারটা হলো, আমরা মাত্র একটি ম্যাচে হেরেছি। আমার মনে হয় না, এখানেই সব শেষ হয়ে গেছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত