প্যারিস ফ্যাশন উইকে রাজসিক চালে আগেও হেঁটেছেন ল’রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া রায়। এবার তার সঙ্গে যোগ হয়েছেন আরেক ফ্যাশন ডিভা আলিয়া ভাট।
এই প্রথম প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে হাঁটলেন আলিয়া। কিছুদিন আগেই ল’রিয়ালের পণ্যদূত হয়েছেন এই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ তারকা।
জমাজমাট প্যারিস ফ্যাশন উইকের আয়োজন বরাবরই করে থাকে বিশ্বের প্রথম সারির বিউটি ব্র্যান্ড ল’রিয়াল। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ১ অক্টোবরে পর্দা নামবে এই গ্ল্যামার ভরপুর আসরের।
প্যারিস ফ্যাশন উইকে অভিজ্ঞ সাবেক বিশ্ব সুন্দরী মুকুটজয়ী ঐশ্বরিয়া রায়। এবার লাল স্যাটিনের ঢিলেঢালে গাউন পরে মঞ্চে ওঠেন ৫০ বছর বয়সী এই বলিউড তারকা। ঠোঁটে ছিল গাউনের সঙ্গে মিলিয়ে লাল লিপস্টিক।
ঐশ্বরিয়ার কাঁধ থেকে মঞ্চে ছড়ানো ল’রিয়ালের ট্যাগলাইন ‘উই আর ওয়ার্থ’ লেখা লাল রঙের লম্বা ট্রেইলটি নজর কেড়েছিল সবার। র্যাম্প থেকে দর্শকদের অভিবাদন জানাতে ‘নমস্কার’ করেন ভারতীয় এই তারকা।
প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার হাতে আংটি দেখা গেছে; যা অনেকেই মনে করছেন বিয়ের আংটি। অনেকদিন ধরে অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায়ের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন চলছে। সেই কানাঘুষাতে পানি ঢেলে দিতেই আঙুলে আংটি পরেছেন ঐশ্বরিয়া এমন কথাও বলছেন অনেকে।
ঐশ্বরিয়া যখন লাল রঙে মঞ্চ মাতালেন তখন আলিয়া ভাট হাততালি কুড়িয়েছেন কালো অফশোল্ডার জাম্পসুটের উপর মেটালিক সিলভার বাস্টিয়ে টপে।
‘ওয়েট হেয়ার লুক’ এবং হালকা মেকআপের সঙ্গে গ্ল্যামার গার্ল আলিয়ার ঠোঁটে ছিল গোলাপী রঙের ছোঁয়া।
ঐশ্বরিয়া-আলিয়ার সাজপোশাকে মুগ্ধ সবাই বলছেন, ফ্যাশন জগতে ‘ইস্ট-ওয়েস্টের’ যে মিলন ঘটেছে তাই যেন প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে তুলে ধরলেন এই দুই বিটাউন তারকা।