ব্রিটিশ ডান্স কন্টেস্ট শো ‘স্ট্রিক্টলি কাম ডান্সিং’ মাতালেন ভারতীয় বংশোদ্ভূত পুনম কৃষাণ। তাও আবার বলিউড সিনেমার গানে।
বিবিসি ওয়ান-এর এই রিয়েলিটি শো’র ‘কাপলস চয়েস’ রাউন্ডে তিনি নাচলেন স্প্যানিশ পেশাদার নৃত্যশিল্পী গোর্কা মার্কেজের সঙ্গে।
পারফর্ম্যান্স শেষে বিবিসিকে পুনম কৃষান বলেন, এটি ছিল এক ‘অবিস্মরণীয় মুহূর্ত’। পেশায় ডাক্তার পুনম কৃষানকে বিবিসির ‘মর্নিং লাইভ’ অনুষ্ঠানে নিয়মিত দেখা যায়।
৫ অক্টোবর তিনি গোর্কা মার্কেজের সঙ্গে জুটি গড়ে ‘বোলে চুড়িয়া’ গানের সঙ্গে পারফর্ম করেন। যা কিনা ২০০১ সালের বলিউডের হিট সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এর তুমুল জনপ্রিয় গান।
রিয়েলিটি শো’টির ২০ বছরের ইতিহাসে এবারই কোন জুটি প্রথম বারের মতো বলিউড গানের সঙ্গে নাচলেন।
এ ব্যাপারে ৪১ বছর বয়সী পুনম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “ভারতীয় মেয়েদের কখনই মূলধারার টেলিভিশনে নাচতে দেখিনি। তাই স্ট্রিক্টলির মতো প্ল্যাটফর্মে ভারতীয় গানের সঙ্গে নাচ পরিবেশন অন্যরকম একটি ব্যাপার”
পুনম বলেন, “আমি একজন গর্বিত ভারতীয় স্কটিশ নারী।” পুনমের বাবা-মা সত্তর দশকের একেবারে শুরুতে পাঞ্জাব থেকে গ্লাসগোতে এসে বসবাস শুরু করেন।
পারফর্ম্যান্সের আগে পুনম বলেন, “এই কাপলস চয়েস রাউন্ডে আমি আমার ঐতিহ্যকে এবং সংস্কৃতিকে সামনে আনতে চাই।”
পুনম-গোর্কা জুটির নাচের শেষে পুরো বিচারক প্যানেল তাদের প্রশংসায় ভাসিয়ে দেন। তিনজন বিচারকের দুজন তাদের দেন দশে আট করে, আর আরেকজন নয়।
বিচারকদের একজন ক্রেইগ রেভেল হরউড বলেন “দেখো, আমি নাচের এই ধারার একেবারেই কেউ নই, তারপরও বলবো, যা দেখলাম, তা এক কথায় অবিশ্বাস্য।”
বিচারক প্যানেলের আরেকজন মটসি মাবুসি বলেন, “এটি সত্যিই আমাকে অনুপ্রাণিত করেছে, আমি জানি অসংখ্য মানুষ আপনাদের দেখছে এবং তারা নিশ্চয়ই স্ট্রিক্টলি কাম ডান্সিংয়ে এই পারফর্ম্যান্স দেখে খুবই গর্ব বোধ করছে।”
পারফর্মেন্সের আগে, কৃষাণ এই রিয়েলটি শো-এরই আরেকটি শো ‘ইট টেকস টু’-কে বলেছিলেন যে তিনি আশা করেন মাকে বলিউডের গানে পারফর্ম করতে দেখে তার সন্তানেরা নিশ্চয়ই “খুব গর্ববোধ করবে”।
পুনম আরও বলেন, “ দক্ষিণ এশীয় অথবা যে কোন শিশুরাই চায় ভিন্ন কিছু দেখতে, যার সঙ্গে তারা একাত্ম বোধ করবে।”
মজার ব্যাপার গায়ক-গীতিকার উইল ইয়াং ২০১৬ সালে এই একই শোতে ‘জ্যায় হো’ গানের সঙ্গে নেচেছিলেন। তবে সেটি ছিল সালসা। আর ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমাটিকেও ঠিক বলিউড সিনেমা বলা যায়না। কারণ এটির নির্মাতা ছিলেন ড্যানি বয়েল।
তাই বলা যায়, পুনম কৃষাণ- গোর্কা মার্কেজ জুটির আগে ‘স্ট্রিক্টলি’-তে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এমন পরিবেশন কেউ করেনি।
পুনম-গোর্কা পরিবেশিত ‘বোলে চুড়িয়া’ গানটিকে বলা হয় বলিউডের অন্যতম সিগ্নেচার টিউন। সুপার ডুপার হিট ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার এই গান এক সময় মাতিয়েছিল বলিউড।
সিনেমাটি নিয়ে পুনম ওই রিয়েলিটি শো’তে বলেন, “এটা আসলে বলিউড ধর্মী একটি প্রেমের গল্প। সবার ভালোলাগার মতো একটি মুভি”
তিনি আরও বলেন, তার নৃত্য সঙ্গী মার্কেজ নাকি সারা সপ্তাহ ধরে শুধু ‘বোলে চুড়িয়া’ গানটিই গুনগুন করে গেয়েছেন।
গোর্কা মার্কেজকে মজার ছলে তিনি বলেছিলেন, “ভারতীয় সংস্কৃতি তোমাকে ভালোই পেয়ে বসেছে, একেবারে তোমার মাথায় ঢুকে গেছে।”