Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

আর সিনেমা বানাবেন না হৃতিকের বাবা রাকেশ রোশান

বলিউড, হিন্দি সিনেমা, হৃতিক রোশান, রাকেশ রোশান
পরিচালক হিসেবে রাকেশ রোশানের অভিষেক ১৯৮৭ সালে ব্লকবাস্টার সিনেমা 'খুদ্গার্জ' দিয়ে। ২০০০ সালে নায়ক হিসেবে ছেলে হৃতিক রোশানকে পর্দায় আনেন 'কাহো না পেয়ার হ্যায়' সিনেমা দিয়ে।
[publishpress_authors_box]

পর্দায় তেমন সুবিধা করতে না পারলেও পরিচালক হিসাবে দুর্দান্ত রকমের সফল রাকেশ রোশন।

‘খুদগার্জ’, ‘কারাণ আর্জুন’, ‘কোয়লা’, ‘কোয়ি মিল গায়া’, ‘কাহো না পেয়ার হ্যায়’ -এর মত ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

আর হিন্দি সিনেমার প্রথম সুপারহিরো ‘কৃষ’ তারই সৃষ্টি।

বহুদিন ধরেই শোনা যাচ্ছিল,‘কৃষ ফোর’ আনতে চলেছেন রাকেশ। যে সিনেমাতে আরও একবার সুপারহিরো হিসাবে ছেলে হৃত্বিককে রোশানকে তুলে ধরবেন তিনি।

তবে সম্প্রতি সাক্ষাৎকারে রাকেশ জানিয়েছেন ‘ কৃষ ফোর’-ই হতে চলেছে পরিচালক হিসাবে তার শেষ ছবি।

বলিউড হাঙ্গামাকে রাকেশ রোশন বলেন, “আমি আর পরিচালনা করব বলে মনে হয় না। তবে খুব শিগগিরই কৃষ ফোর বানানোর ঘোষণা দিবো । আর এটাই সম্ভবত হতে চলেছে পরিচালক হিসাবে আমার শেষ ছবি।“

বহুদিন ধরেই কৃষ-এর নতুন সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সিনেপ্রেমীরা।

‘কৃষ ফোর’ যে আসছেই সেটা নিশ্চিত করে, রাকেশ রোশান জানান হয়তো তার সাথে অন্য কোনও পরিচালক থাকতে পারে।

“পরিচালনায় এটাই শেষ। তবে আমি প্রযোজক হিসাবে আরও অনেক নতুন নতুন ছবি বানাব,” তিনি বলেন।

২০০৩ সালে হৃত্বিক রোশন-প্রীতি জিন্টাকে নিয়ে কল্পবিজ্ঞান ভিত্তিক ছবি ‘কোয়ি মিল গয়া’ বানিয়েছিলেন রাকেশ রোশন। ছবি ছিল ব্লকবাস্টার।

এরপর ২০০৬ সালে সুপারহিরো ‘কৃষ’-কে সামনে আনেনে রাকেশ। কেন্দ্রীয় চরিত্রে আবারও তার নিজের ছেলে। এরপর ২০১৩ সালে বানিয়েছিলেন ‘কৃষ থ্রি’। এই দুটি ছবিও ছিল সুপার হিট।

শোনা যাচ্ছে, ‘কৃষ ফোর’-এর জন্য রাকেশ রোশনের সঙ্গে থাকতে পারেন সিদ্ধার্থ আনন্দ। সব ঠিক থাকলে নতুন বছরেই শুরু হতে পারে ছবির শ্যুটিং।

এর আগে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘ব্যাং ব্য়াং’, ‘ওয়ার’ ছবিতে অভিনয় করেছেন হৃত্বিক রোশন। আর তাই সিদ্ধার্থ আনন্দকে অনেকটাই ভরসা করেন অভিনেতা। সেকারণেই তাকে নেওয়ার সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।

পরিচালক হিসেবে রাকেশ রোশানের অভিষেক ১৯৮৭ সালে ব্লকবাস্টার সিনেমা ‘খুদ্গার্জ’ দিয়ে। ২০০০ সালে নায়ক হিসেবে ছেলে হৃতিক রোশানকে পর্দায় আনেন ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত