রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী টু’ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বক্স অফিসে। এই হরর কমেডি মুভিটি ইতিমধ্যে এক নতুন মাইল ফলক অর্জন করে ফেলেছে। অমর কৌশিক পরিচালিত ছবিটি ৮দিনেই বিশ্বব্যাপী আয় করেছে ৪০০ কোটি রুপির বেশি। আর ভারতে ৩০০ কোটি রুপি।
প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস বৃহস্পতিবার জানিয়েছে মুক্তির পর ‘স্ত্রী টু’ বিশ্বজুড়ে মোট ৪০১ কোটি রুপি আয় করেছে।
বৃহস্পতিবারের মধ্যে বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে প্রায় ৪১৭ কোটি রুপি। আর এর মধ্য দিয়ে সিনেমাটি গড়লো এক অভাবনীয় রেকর্ড। অর্জন করলো দ্রুততম সময়ে ৪০০ কোটি আয় করা বলিউড ফিল্মের তকমা। যে মাইলফলক ছুঁতে কিনা শাহরুখ খানের ‘জাওয়ান’ ও রণবীর কাপুরের ‘এনিমেল’ এর লেগেছিল ১১ দিন, প্রভাসের ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ এর ১৫ দিন এবং ‘কেজিএফ’ এর ২৩ দিন।
‘স্ত্রী টু’র এই সাফল্যে অর্জিত হয়েছে কিছু ব্যক্তিগত মাইলফলক। জানা যায়, শ্রদ্ধা কাপুর অভিনীত কোন সিনেমা এই প্রথম ৪০০ কোটি রুপির দেখা পেয়েছে। এর আগে তার সর্বোচ্চ আয় করা সিনেমাটি ছিল ‘সাহো’। যেটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। শ্রদ্ধা-প্রভাস অভিনীত এই সিনেমা সেবার আয় করে ৩১০ কোটি ৬০ লাখ রুপি। আর এর হিন্দি ডাব করা সংস্করণ থেকে অর্জিত হয় ১৪৫ কোট ৬৭ কোটি রুপি।
‘স্ত্রী-টু’ এরই মধ্যে ২০২৪ এর দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বলিউড ছবির তালিকায় নাম উঠেয়েছে। পিছিয়ে আছে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৯৮ এডি’র থেকে। যেটি এ বছর আয় করেছে ১ হাজার ১০০ কোটি রুপিরও বেশি।