যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর বাড়ি ও গাড়িতে বোমার উপকরণ পাওয়া গেছে।
আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) অবশ্য বোমার উপকরণগুলোকে ‘একেবারে প্রাথমিক স্তরের’ বলে উল্লেখ করেছে।
আইন প্রয়োগকারী সংস্থার ওই সূত্র সিবিএসকে আরও জানিয়েছে, বোমার উপকরণগুলো ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কোয়ান্টিকোতে এফবিআইয়ের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সামনে রেখে শনিবার সন্ধ্যায় পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হামলার শিকার হন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি, তার কান ফুঁড়ে যায় হামলাকারীর ছোড়া গুলি।
এ ঘটনায় ট্রাম্পের সমাবেশে আসা এক ব্যক্তি নিহত এবং দুজন গুরুতর আহত হন। পরে সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হয়।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া হামলার একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার মধ্যেই হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে নিচে বসে পড়েন ট্রাম্প। এরপর নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে ঘিরে ফেলেন। কিছুক্ষণ পর ট্রাম্প উঠে দাঁড়ান। সে সময় ট্রাম্পের ডান কান থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। রক্ত লেগেছিল তার মুখেও।
মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময় স্লোগান দিতে শুরু করেন ট্রাম্প। ডান হাতের মুঠি শক্ত করে উপরের দিকে ছুড়ে দিয়ে তাকে বলতে শোনা যায়, ‘ফাইট, ফাইট, ফাইট।’
হামলার শিকার হওয়ার পর দ্রুতই ডোনাল্ড ট্রাম্পকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে তাকে দ্রুত নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে আঘাত তেমন গুরুতর না হওয়ায় দ্রুতই হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন ট্রাম্প।
পেনসিলভেনিয়া থেকে উড়োজাহাজে করে নিউ জার্সির নিউয়ার্ক বিমানন্দরে নামেন ট্রাম্প। একটি ভিডিওতে ট্রাম্পকে স্বাভাবিকভাবে হেঁটেই উড়োজাহাজ থেকে নামতে দেখা যায়।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর এক বিবৃতিতে এফবিআই জানায়, ট্রাম্পের ওপর গুলি চালানো ব্যক্তির নাম টমাস ম্যাথিউ ক্রুকস। ২০ বছর বয়সী এই তরুণের বাড়ি পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকায়।
তবে তরুণ টমাস ম্যাথিউ ক্রুকস কেন ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন সে বিষয় এফবিআইয়ের বিবৃতিতে কিছু জানানো হয়নি।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া ভোট-সংক্রান্ত একটি নথিতে দেখা যায়, ম্যাথিউ ক্রুকস ট্রাম্পের রিপাবলিকান পার্টির একজন নিবন্ধিত ভোটার। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন।
অবশ্য রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার হলেও ২০২১ সালের ফেডারেল ইলেকশন কমিশনের এক নথি অনুযায়ী, ১৭ বছর বয়সে বামপন্থী ও ডেমোক্র্যাট রাজনীতিকদের জন্য তহবিল সংগ্রহকারী একটি কমিটিকে ১৫ ডলার ডোনেশন দিয়েছিলেন ম্যাথিউ ক্রুকস।