বাংলা একাডেমি প্রাঙ্গণে ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা। স্টলে স্টলে ঘুরছেন বইপ্রেমীরা, হাতে নিয়ে দেখছেন পছন্দের বইগুলো। সোমবার ছবিটি তুলেছেন জীবন আমীর
বইমেলায় বাড়তে শুরু করেছে জনসমাগম। সোমবার দেখা যায় শিক্ষার্থীদেরও উপস্থিতি। ছবি : জীবন আমীরবইমেলায় ঘুরে পছন্দের বই খুঁজছেন বইপ্রেমীরা। ছবি : জীবন আমীরপছন্দের বই হাতে নিয়ে পাতায় পাতায় চোখ বোলান অনেকে। ছবি : জীবন আমীরজমে উঠছে বইমেলা। অনেকে স্টল ঘুরে ঘুরে দেখছেন বই। ছবি : জীবন আমীর