Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

পার্থ টেস্টে অধিনায়ক দুই পেসার, কামিন্স চান আরও

b1
[publishpress_authors_box]

ব্যাটার বা অলরাউন্ডার-অধিনায়ক হিসেবে তাদেরই প্রাধান্য দেওয়া হয় সাধারণত। উপমহাদেশে তো আরও বেশি। তবে শুক্রবার শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার সিরিজের পার্থ টেস্টে দুই দলেরই অধিনায়ক দুই পেসার।

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক আগে থেকেই প্যাট কামিন্স। রোহিত শর্মা পিতৃত্বকালীন ছুটিতে থাকায় পার্থ টেস্টে ভারতের নেতৃত্ব দিবেন জাসপ্রিত বুমরা। নেতৃত্বে এভাবে পেসারদের দাপট দেখতে চান প্যাট কামিন্স। আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে তিনি জানালেন, ‘‘ এটা দেখে ভালো লাগছে, আরও হওয়া উচিত। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ওদের অধিনায়ক ছিল পেসার টিম সাউদি। ফাস্ট বোলিংয়ের ভক্ত হিসেবে এটা দেখতে ভালো লাগে।’’

কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ১৯৮৩ সালে। এরপর সেভাবে পেসারদের দেখা যায়নি নেতৃত্বে। রোহিতের বদলে সুযোগটা পেয়ে বুমরা জানালেন, ‘‘আমি সবসময় পেসারদের অধিনায়ক হওয়ার পক্ষে, ওরা ট্যাকটিক্যালি ভালো। প্যাট কামিন্স দারুণ করেছে অধিনায়ক হিসেবে। এর আগে কপিল দেবসহ আরও অনেকে ছিলেন রোল মডেল। আশা করছি নতুন সংস্কৃতির শুরু হবে এখন থেকে।’’

ভারতীয় একাদশে একমাত্র স্পিনার হিসেবে থাকতে পারেন অশ্বিন।

রোহিত নেই এমনিতেই, ইনজুরিতে শুভমন গিলও। এই দুজনের জায়গায় ভারতীয় একাদশে দেখা যেতে পারে দেবদত্ত পাড়িক্কাল ও ধ্রুব জুরেলকে। বাউন্সি পিচের জন্য স্পিনার থাকতে পারেন কেবল রবিচন্দ্রন অশ্বিন।

বাড়তি নজর থাকবে বিরাট কোহলির উপর। এর আগে অস্ট্রেলিয়ায় চারবার এসে ১৩ টেস্টে ২৫ ইনিংসে ৬টি সেঞ্চুরিসহ ১৩৫২ রান করেছেন কোহলি। শচীন টেন্ডুলকারের সেঞ্চুরিও ৬টি। ভারতীয় হিসেবে তো বটেই, এশিয়ান ব্যাটারদের মধ্যেও দুজনের ৬ সেঞ্চুরি যৌথ সর্বোচ্চ। ছন্দে না থাকা কোহলির জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে এটা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পাঁচ টেস্টের এই সিরিজে ৪-০ ব্যবধানে জিততে হবে ভারতকে (অন্য দলের ফলের অপেক্ষা না করলে)। সিরিজটা তাই সহজ নয় তাদের জন্য।

অবশ্য সবশেষ পাঁচ সিরিজের মধ্যে ভারত জিতেছে চারটি। অস্ট্রেলিয়া জিতেছে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে। ১০ বছরের রাজত্বের মুকুট কী এবার ধরে রাখতে পারবে ভারত?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত