বরিশালের বাকেরগঞ্জের বাখরকাঠিতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে ৪ জন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
দুর্ঘটনায় প্রাণ হারানোরা হলেন চার বছর বয়সী শিশু জায়েম এবং সিএনজি চালক সাইফুল ইসলাম (৪০)। শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হন জায়েমের বাবা মেজবাউদ্দিন অপু। তিনি ঢাকা শিক্ষা বোর্ডে কর্মরত। অপু জানান, পরিবারসহ ঈদ করতে লঞ্চে করে এসে সকালে বরিশালে নামেন। এরপর সিএনজি নিয়ে গ্রামের বাড়ি বাকেরগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে বাখরকাঠি নামক জায়গায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে তার শিশু পুত্র জায়েম ও সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়।
এরপর তাদের উদ্ধার করে শেরেবাংলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জায়েমের মায়ের অবস্থা সংকটাপন্ন।
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, দুইজন নিহত হওয়া খবর তারা পেয়েছেন। তদন্ত ছাড়া দুর্ঘটনার কারণ বলা যাবে না।