বরুশিয়া ডর্টমুন্ডের স্বর্ণালী দিন ফিরিয়ে এনেছিলেন এডিন টেরজিচ। তার হাত ধরে ২০১২-১৩ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট পেয়েছিল ডর্টমুন্ড। ওয়েম্বলির ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর অপ্রত্যাশিতভাবেই কোচের দায়িত্বটা ছেড়ে দেন টেরচিজ।
টেরচিজের মনে হয়েছিল নতুন কারও অধীনে নতুন করে শুরু করা উচিত ডর্টমুন্ডের। জার্মান ক্লাবটি আজ নতুন কোচ হিসেবে নুরি শাহিনকে নিয়োগ দিয়ে চমকেই দিয়েছে। তার বয়স মাত্র ৩৫ বছর। সাবেক এই মিডফিল্ডারের জন্ম জার্মানিতে হলেও খেলেছেন তুরস্কের জাতীয় দলে।
জাতীয় দলের ক্যারিয়ারটা শেষ হয়ে যায় ২০১৭ সালে। বরুশিয়া ডর্টমুন্ডেই বেড়ে ওঠা শাহিন ২০১১ সালে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। ৪ ম্যাচ খেলার পর রিয়াল ধারে পাঠায় লিভারপুলে। সেখান থেকে আবারও ফিরে আসেন ডর্টমুন্ডেই।
ডর্টমুন্ডের হয়ে শাহিন ২০১০-১১ মৌসুমে জিতেছেন বুন্দেসলিগা। ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা ডর্টমুন্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন শাহিন। তুরস্কের ক্লাব আনতালিসপরে তিনি কোচিং করেছেন ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত। এবার তিন বছরের জন্য ডর্টমুন্ডের দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত তিনি, ‘‘ডর্টমুন্ডের কোচ হওয়াটা গর্ব করার মত ব্যাপার। আমার উপর আস্থা রাখায় ধন্যবাদ জানাচ্ছি ক্লাব কর্তৃপক্ষকে।’’