Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সহিংসতা : তদন্ত কমিটির পরিসর ও সদস্য দুটোই বাড়ল

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস হয়ে ওঠে ঢাকার বাড্ডা এলাকা। ছবি : সকাল সন্ধ্যা
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস হয়ে ওঠে ঢাকার বাড্ডা এলাকা। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের জেরে সৃষ্ট সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিশনের পরিধি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার কমিশন পুর্নগঠন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সে অনুযায়ী, হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত কমিশনে যুক্ত হয়েছেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

কোটা আন্দোলনে ৬ হত্যা : গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য চাইবে তদন্ত কমিশন

সার্কুলারে বলা হয়েছে, এই কমিশন ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ে ঘটে যাওয়া মৃত্যু, সহিংসতা, নাশকতা, লুটপাট, অগ্নিসংযোগ ও ক্ষয়ক্ষতির তদন্ত করবে।

এর আগে ১৮ জুলাই গঠিত এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন রদ করার কথাও সেখানে উল্লেখ করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ১৮ জুলাই এ ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন করে সরকার। ১৯ জুলাই কমিশনের প্রধান হিসেবে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান দায়িত্বভার গ্রহণ করেন। ওই কমিশন গঠনের ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত