Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বটিয়াঘাটার ভাইস চেয়ারম্যান দ্বৈত নাগরিক, অভিযোগ পরাজিত প্রার্থীর

ss-jubairul haq-25-6-24
[publishpress_authors_box]

খুলনার বটিয়াঘাটার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তুহিন রায়ের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলেছেন এ পদে পরাজিত প্রার্থী জুবাইরুল হক।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে বলেন, তুহিন রায় ভারত এবং বাংলাদেশের নাগরিক। তিনি তথ্য গোপন করে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। যা নির্বাচন নীতিমালা (সংবিধান) ৬৬/২(গ) ধারা লংঘন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ভারতের পশ্চিম বাংলার দমদমে তার একটি বাড়ি আছে। অথচ তিনি তথ্য গোপন করে নির্বাচন কমিশন এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।

বক্তব্যে ভারতে তুহিন রায়ের বাড়ির নাম্বারও উল্লেখ করেন জুবাইরুল হক।

সংবাদ সম্মেলনে তুহিন রায়ের নির্বাচিত হওয়ার ঘোষণা বাতিল করে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জুবাইরুল হককে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করারও দাবি জানানো হয়।

এ অভিযোগের বিষয়ে বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন রায় বলেন, তিনি বাংলাদেশের নাগরিক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এলাকাবাসীর দোয়া ও আর্শীবাদে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী ভুয়া কাগজপত্র তৈরি করে তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গত ৫ জুন বটিয়াঘাটা উপজেলায় ভোটগ্রহণ করা হয়। সেখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন তুহিন রায়। একই পদে নির্বাচন করে পরাজিত হন জুবাইরুল হক।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত