Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

যুব ক্রিকেটারদের ব্যাগে মদের বোতল

৮৮৮
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

 গুজরাটে মদ বিক্রি তো বটেই পান করাও নিষিদ্ধ। সেই গুজরাটে কিনা আনা হচ্ছিল মদের বোতল। আনছিলেন আবার ভারতীয় যুব ক্রিকেটাররা!

গত ২৫ জানুয়ারি চণ্ডীগড়ে সিকে নাইডু ট্রফির ম্যাচ খেলে রাজকোট ফিরছিল সৌরাষ্ট্র অনূর্ধ্ব ২৩ দল। ম্যাচ জেতায় খুশিতে আত্মহারা ছিলেন খেলোয়াড়রা। যে বিমানে দল ফিরছিল সেখানে ব্যাগ রাখার জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মদ।

সেই ব্যাগগুলো অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের বলে বিমান সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। বিমান ছাড়ার আগেই অবশ্য চন্ডীগড় বিমানবন্দর কর্তৃপক্ষ মদের বোতলগুলি বাজেয়াপ্ত করে।

গুজরাটে মদ বহন করা নিষিদ্ধ। শুধু পর্যটকদের জন্য বিশেষ অনুমিত দেওয়া হয়। মদ নিয়ে অভিযুক্ত ক্রিকেটাররা রাজকোটে এলে হতে পারতেন গ্রেপ্তারও। তবে চণ্ডীগড়ে মদ বহন নিষিদ্ধ নয়।

 অভিযুক্ত এক ক্রিকেটারের বাবা  ইনসাইড স্পোর্টসকে বলেছেন,‘‘ এটি আমার ছেলে ও অন্য চারজন ক্রিকেটারকে দল থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র, যাতে অন্য ক্রিকেটাররা সুযোগ পেতে পারে।’’

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। তাদের বিবৃতি ‘‘বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানিয়েছে। এই ধরনের ঘটনা অবাঞ্ছিত এবং অসহনীয়। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার নৈতিকতা এবং শৃঙ্খলারক্ষা কমিটি এবং অ্যাপেক্স কাউন্সিল ঘটনার বিস্তারিত তদন্ত করবে। অপরাধ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত