Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

২০ বছরে এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখেনি প্রিমিয়ার লিগ

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে বোর্নমাউথ। ছবি: টুইটার
অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে বোর্নমাউথ। ছবি: টুইটার
[publishpress_authors_box]

রাতটা ছিল চ্যাম্পিয়নস লিগের। ইউরোপিয়ান প্রতিযোগিতায় চোখ রাখাই স্বাভাবিক। কোয়ার্টার ফাইনালের শেষ দুটি জায়গা কোন দল পূরণ করে, তা নিয়েই আগ্রহ ছিল তুঙ্গে। প্রিমিয়ার লিগে বোর্নমাউথ-লুটন টাউনের ম্যাচ নিয়ে আগ্রহ কোথায়! অথচ চ্যাম্পিয়নস লিগের এই রাতেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এক ম্যাচের সাক্ষী হলো প্রিমিয়ার লিগ।

গত ২০ বছরের মধ্যে এমন প্রত্যাবর্তনের ম্যাচ দেখেনি প্রিমিয়ার লিগ। যে ম্যাচ বোর্নমাউথ ৩-০ গোলে পিছিয়ে থাকার পরও জিতেছে ৪-৩ গোলে। লুটন টাউন প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ৩ গোলে। বোর্নমাউথের মাঠে ছিল তাদের দাপট। নবম মিনিটে প্রথম গোল পাওয়ার পর ৩১ ও প্রথমার্ধের ইনজুরি টাইমের লক্ষ্যভেদে বিরতির আগেই জয়ের স্বপ্ন দেখতে থাকে সফরকারীরা।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর নতুন গল্প লিখে জয় নিয়ে মাঠ ছেড়েছে বোর্নমাউথ। ৫০ মিনিটে স্বাগতিকরা পায় প্রথম গোল। এরপর ৬২ মিনিটে আরেক গোলে ম্যাচে ফেরায় উত্তেজনা। আর ৬৪ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৮৩ মিনিটে জয় নিশ্চিত করেন আন্তোনি সেমিনিয়ো।

প্রিমিয়ার লিগের মাত্র পঞ্চম দল হিসেবে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরও জয় নিয়ে মাঠ ছেড়েছে বোর্নমাউথ। তবে প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে পড়ার পর মাত্র তৃতীয় দল হিসেবে প্রত্যাবর্তনের গল্প লিখেছে তারা। সবশেষ এই অবস্থান থেকে ফেরার ঘটনা ছিল ২০০৩ সালের অক্টোবরে। সেবার উলভারহ্যাম্পটন হারিয়ে দিয়েছিল লিস্টার সিটিকে।

তবে প্রিমিয়ার লিগে বিরতির আগে ৩-০ গোলে পিছিয়ে পড়েও জয় পাওয়ার ঘটনায় উজ্জ্বল হয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। ২০০১ সালে টটেনহামের বিপক্ষে প্রথমার্ধে এই অবস্থা হয়েছিল ইউনাইটেডের। বিরতির সময় কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই বিখ্যাত অনুপ্রেরণামূলক বক্তব্য, “ছেলেরা, এটা টটেনহাম।” কাজে দিয়েছিল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ইউনাইটেড পেয়েছিল ৫-৩ গোলের জয়।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত