Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ছেলে না মেয়ের বিতর্ক নিয়েই সোনা খেলিফের

rt51
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

গত বছর বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি ইমানে খেলিফ। অংশ নিতে দেওয়া হয়নি তাইওয়ানের লিন ইউ টিংকেও। আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের লিঙ্গ পরীক্ষায় ‘পাস’ করতে পারেননি দুজন।

সেই দুজনকেই আবার অলিম্পিকে অংশ নিতে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। দুজনই নিজেদের ইভেন্টে পৌঁছেছেন ফাইনালে। কাল মেয়েদের ওয়েল্টারওয়েট ফাইনালে চীনের বিশ্বচ্যাম্পিয়ন ইয়াং লিউকে হারিয়ে খেলিফ জিতলেন অলিম্পিক সোনাও।

সোনা নিশ্চিতের পর কোচের কাঁধে চেপে উদযাপন করেন ২৫ বছরের খেলিফ। আলজেরিয়ান দর্শকরা গর্জনই তুলেছিলেন গ্যালারিতে। তবে সোনার পদক জিতেও লিঙ্গ বিতর্ক নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে খেলিফকে, ‘‘আমার স্বপ্ন পূরণ হল। আট বছর কঠোর পরিশ্রম করেছি, ঘুমাইনি। আলজেরিয়ার সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এজন্য। হ্যাঁ, আমি একজন শক্তিশালি নারী। অন্যদের মতোই আমি নারী।’’

এবারের অলিম্পিকে প্রথম রাউন্ডে ইতালির আনজেলা কারিনি ৪৬ সেকেন্ড পর নাম প্রত্যাহার করে নিয়েছিলেন খেলিফের বিপক্ষে। এরপর জানান, ‘‘এত জোড়ে কেউ মারেনি কখনও।’’ তখন থেকে খেলিফের ছেলে না মেয়ে বিতর্ক তৈরি হয় নতুন করে।

কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী ম্যাচ হারের পর প্রতিবাদে দেখিয়েছিলেন ‘এক্স’ চিহ্ন। তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না খেলিফ, ‘‘আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি, মেয়ের মতো বেড়ে উঠেছি আর পরিপূর্ণ একজন নারীই আমি। এ নিয়ে সন্দেহের কিছু নেই। যারা আমার সাফল্যে হিংসে করে তারাই বিতর্ক ছড়ায়।’’

সব ধরনের পরীক্ষা উৎরে ২০২২ বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রুপা জিতেছিলেন খেলিফ। এরপর হঠাৎ গত বিশ্বচ্যাম্পিয়নশিপে লিঙ্গ বিতর্কে তার বাদ পড়াটা তৈরি করে বিতর্ক। তার দেহে থাকা ক্রোমোজম, হরমনের পরিমাণ কম-বেশি নিয়ে ফাইনালের আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ বলেছিলেন, ‘‘ছেলে বা মেয়ে নির্ধারণে বৈজ্ঞানিক শতভাগ নিশ্চিত কোনও প্রক্রিয়া নেই। ওরা (খেলিফ ও লিন) জন্মগতভাবেই মেয়ে।’’

সেই বিতর্ক নিয়েই আলজেরিয়াকে সোনা এনে দিলেন খেলিফ। আজ নিজের ইভেন্টের ফাইনালে তাইওয়ানের লিন ইউ টিং কি পারবেন সোনা জিততে?

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত