চলতি বিপিএলে ৫ উইকেট নেয়া একমাত্র বাংলাদেশি বোলার কে? চট করে তার নাম বলা অসংখ্য ক্রিকেটপ্রেমীর জন্যই কঠিন হবে হয়তো। কারণ অমন আগুনে বোলিংয়ের পরও এই পেসার ছিলেন না আলোচনায়। আবু হায়দার রনি তারকা নন, সাকিব-তামিমের মতো সম্পর্কের টানাপোড়েনও নেই তার কারো সঙ্গে। এই দুই তারকার মাঠের কান্ডে সেদিন চাপা পড়েছিল রনির কীর্তি।
রংপুর রাইডার্সের এই পেসার ১৯ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র ১২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। এবার আমের জামাল ও ইমরান তাহিরের পর এখন পর্যন্ত ৫ উইকেট নেওয়া একমাত্র বাংলাদেশি তিনি। নিজের সেরা বোলিং কীর্তি গড়তে রনি এক ওভারেই নিয়েছিলেন ৩ উইকেট।
একই ম্যাচে তামিমকে আউট করে সাকিব কোনো উদযাপনই করেননি। চুপ মেরেছিলেন। কুমিল্লার ইনিংসে সাকিব আউট হওয়ার পরও একই কাজ করেছেন তামিম মুখ বাঁকিয়ে। এ নিয়েই হই-হই শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে জায়গা হয়নি রনির। এই অদ্ভুত সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম, “রনির এত ভালো বোলিংও আলোচনায় আসেনি ! কি এক অদ্ভুত সংস্কৃতি ও মানসিকতা আমাদের। ঘুরে ফিরে কয়েকজনকে নিয়েই থাকবে আমাদের ক্রিকেট। এর বাইরে কাউকে নিয়ে আগ্রহ থাকবে না ! আমরা হয়তো-বা চাইও না, ভাল পারফর্ম করে আমাদের প্রিয় কোন খেলোয়াড়ের জায়গা নিক অন্যরা।”
চট্টগ্রামের উইকেটে যখন ব্যাটারদের দোর্দন্ড প্রতাপ সেখানে রনি দুর্দান্ত বোলিং করে ফরচুন বরিশালকে গুঁড়িয়ে দিয়েছিলেন। এই আসরে মাত্র দ্বিতীয় ম্যাচে অমন বোলিং করা রনির ক্ষুধাটা বিশেষভাবে চোখে পড়েছে এই ক্রিকেট কোচের, “একজন বোলার, যে নিয়মিত সুযোগ পায় না, মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে সে স্বপ্নের মতো বোলিং করেছে। রনির শরীরী ভাষায় দেখেছি উইকেট নেওয়ার ক্ষুধা। হয়তো দলের প্রয়োজনে আবারো একাদশের বাইরে থাকতে হবে তাকে। এমন হলে সত্যি দুখজনক হবে। আরো দুঃখজনক হলো, মাঠের পারফরম্যান্স প্রচারের আলোয় না আসা।”
সাংবাদ মাধ্যমে তার আগুনে বোলিং খানিকটা আলোচনায় এলেও ডিজিটাল মিডিয়ায় উপেক্ষিতই থেকে গেছেন রনি। সেখানে আলোচনায় ছিল দুই তারকার কূট-কাচালি। এ নিয়ে রনির বিশেষ আক্ষেপ নেই, “আমি খেলি ভালো করার জন্য। ভালো করতে থাকলে একটা সময় আমার কথা বলতে হবে, আলোচনা করতে হবে। খারাপ করলে তো আর কেউ আমাকে নিয়ে আলোচনা করবে না। এভাবে ভালো খেলতে পারলে নিশ্চয়ই এক সময় আমার পারফরম্যান্স নিয়ে আলোচনা হবে। ”
পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে অবশ্য সেই ভালো বোলিংয়ের ধারা বজায় রাখতে পারেননি জাতীয় দলের বাইরে থাকা এই পেসার। এখন চ্যালেঞ্জ তার প্লে-অফে রংপুরের একাদশে সুযোগ পাওয়া। ভাল পারফরম করে নতুন জাতীয় নির্বাচকদের নজর কাড়া।