পাকিস্তানি ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া অনাপত্তিপত্র আর বাড়াতে পারেননি বাবর আজম। রংপুর রাইডার্সও চেষ্টা করেছিল কিন্তু পিসিবির মন গলাতে পারেনি। তাই শুক্রবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে এবারের বিপিএলে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন বাবর।
শুক্রবারের ম্যাচের পরে ঢাকা পর্বে ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ রংপুরের। এই ফ্র্যাঞ্চাইটি ও বাবরের চাওয়া ছিল, অন্তত ওই ম্যাচ খেলে পাকিস্তানে যাবেন।
কিন্তু ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু পিএসএলের প্রস্তুতিতে দলগুলো নেমে পড়বে ১০ দিন আগেই। পেশোয়ার জালমি প্রস্তুতির শুরু থেকেই তাদের অধিনায়ক বাবর আজমকে চায়। তাই বাবরের বিপিএল সময়টা আর বাড়ছে না।
২০১৭ সালে সিলেট সিক্সার্সের হয়ে ৫ ম্যাচে ১১৭ রান করেছিলেন পাকিস্তানি ব্যাটার। এবার সমান ম্যাচে রংপুরের জার্সিতে এখন পর্যন্ত ২০৪ রান তার।
এদিকে বাবরের সঙ্গে আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবীও রংপুরকে ছেড়ে যাচ্ছেন জাতীয় দলের ব্যস্ততা থাকায়।
তবে নতুন ক্রিকেটার ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছেন রংপুর। বাবরের জায়গায় বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাসি ফন ডের ডুসেন। ওমরজাইয়ের বদলি হিসেবে নেওয়া হচ্ছে আরেক আফ্রিকান ডুয়ান প্রিটোরিয়াসকে। এছাড়া লেগ স্পিনার ইমরান তাহিরও আলোচনায় আছেন।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টির প্লে-অফে উঠতে পারেনি ফন ডের ডুসেনের দল এমআই কেপটাউন। তাই যেকোনও দিন রংপুরে যোগ দিতে পারেন এই ব্যাটার। এদিকে প্রিটোরিয়াসের দল ডারবান সুপার জায়ান্টস প্লে-অফে খেলছে। তাই এই অলরাউন্ডার যোগ দেবেন চট্টগ্রাম পর্ব থেকে।
এছাড়া পিএসএলের কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ, খুলনা টাইটানসের মোহাম্মদ নাওয়াজ, চট্টগ্রামের নাজিবউল্লাহ জাদরান বিপিএল ছেড়ে যাচ্ছেন। দ্রুত নতুন বিদেশি ক্রিকেটার না আসায় দলগুলো পড়েছে বিপাকে।