বিপিএলের উত্তেজনা শেষ হতে হতেই আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততা শুরু হবে বাংলাদেশ দলের। তিনটি করে টি-টোয়েন্টি, ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। পূর্ণাঙ্গ সিরিজটির কোনো ম্যাচই অবশ্য ঢাকাতে হবে না। গত বছর আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকার বাইরে সব ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বিপিএল ফাইনাল হবে পহেলা মার্চ। ওই দিনই ঢাকা আসবে শ্রীলঙ্কা দল। ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ৩০ মার্চ দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে মাসব্যাপী এই সিরিজ। ৪, ৬ ও ৯ মার্চ তিনটি টি-টোয়েন্টি হবে সিলেটে। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬টায়। শেষ ম্যাচ বিকেল ৩টায়।
ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামে। ১৩ ও ১৫ মার্চ প্রথম দুই ম্যাচ শুরু দুপুর আড়াইটায় আর ১৮ মার্চ শেষ ম্যাচ সকাল ১০টায়। এছাড়া দুই টেস্টেও হবে ঢাকার বাইরের দুই ভেন্যুতে। ,
২২-২৬ মার্চ সিলেটে হবে প্রথম টেস্ট। চট্টগ্রামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল হবে দ্বিতীয় টেস্ট। এ দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ। এবারের চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজেই একটি টেস্ট জয় আছে বাংলাদেশের।