২৫ ফেব্রুয়ারি থেকে বিপিএলের প্লে অফ রাউন্ড। ফাইনালের পথে পা বাড়ানোর লড়াই শুরু সেদিন। তার আগে শুক্রবার মিরপুরে রাউন্ড রবিন পর্বের শেষ দিনের উত্তেজনা কি সত্যিই আছে?
শুক্রবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে লড়বে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। দুই ম্যাচের ফলে পয়েন্ট তালিকা ওলটপালট হওয়ার কিছুই নেই। তাই নিয়মরক্ষার লড়াই হয়ে উঠেছে শুধুই সম্মান অর্জনের।
প্লে অফে কোন চার দল যাচ্ছে তা একরকম নিশ্চিত হয়ে গেছে চট্টগ্রাম পর্বের শেষদিনে। কাগজে-কলমে নির্ধারণ হওয়াটাই বাকি। সেই অপেক্ষা শুক্রবার ফুরোবে। তবুও “বিগ ম্যাচের” আবহটা আসবে কুমিল্লা ও বরিশাল ম্যাচ থেকে। দুই দলের তারকা ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ে কারা কাদের হারিয়ে দেন সেটাই দেখার।
কুমিল্লা ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয়। চারে থাকা বরিশালের পয়েন্ট ১১ ম্যাচে ৬ জয়ে ১২। এই ম্যাচে কুমিল্লা জিতলে শীর্ষে থাকা রংপুরের সমান ১৮ পয়েন্ট অর্জন করবে। বরিশাল জিতলে তারা তিন নম্বরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মতো ১৪ পয়েন্ট পাবে। সেক্ষেত্রে বরিশালের এক ধাপ ওপরে ওঠার সুযোগ আছে পজিটিভ রান রেটের কারণে। আর দুই দল যে কেউ হারলে নিজ নিজ পয়েন্টে নিজ নিজ অবস্থানেই পড়ে থাকতে হবে।
রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচের আগে বৃহস্পতিবার দুই দলের দুই রকম অনুশীলন ছিল। কুমিল্লা ঐচ্ছিক অনুশীলন করেছে। দলটির বিদেশি ক্রিকেটাররা কেউই গা গরমে আসেননি। ছিলেন না মাথায় আঘাত পাওয়া মোস্তাফিজুর রহমান। নিশ্চিত ভাবে বরিশালের বিপক্ষে খেলার সুযোগ নেই তার।
কিন্তু গুরুত্ব দিয়েই অনুশীলন করেছে বরিশাল। তাইজুল ইসলামের কথায় কুমিল্লার ম্যাচটি নিয়ে তাদের বাড়তি চিন্তা স্পষ্ট, “এখানে (বিপিএল টুর্নামেন্ট) যত বেশি জিততে পারব এবং তত ভালো আত্মবিশ্বাস পাব। তাহলে বড় দলের সঙ্গে কাজটা সহজ হবে। কালকে আমাদের বড় দলের সঙ্গে খেলা, লিগের এই পর্যায়ে পয়েন্টের হিসাবের কোন চাপ না থাকলেও রিল্যাক্স হওয়ার সুযোগ নেই। আমার কাছে মনে হয় যত বেশি আত্মবিশ্বাস নিয়ে প্লে অফে যেতে পারব তত ভালো।”
বরিশাল-কুমিল্লার লড়াইয়ের চেয়ে দিনের দ্বিতীয় ম্যাচের গুরুত্বটা আরও কম। সিলেট স্ট্রাইকার্স আরও আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। খুলনা টাইগার্স আসরের শুরুর চার ম্যাচ টানা জিতেও প্লে অফ থেকে কক্ষচ্যুত হয়েছে। আসরে নিজেদের শেষ লড়াইয়ে ১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে নামবে। এ ম্যাচে জিতলে ১২ পয়েন্ট হবে খুলনার। তবুও প্লে অফে যাওয়ার পথ খুলবে না।
খুলনার ওপরে থাকা বরিশালের আগে থেকেই ১২ পয়েন্ট আছে। বরিশালের রান রেট ০.৪৩, খুলনার -০.৪০। বরিশাল কুমিল্লার সঙ্গে হারলেও ১২ পয়েন্টই থাকবে। সেক্ষেত্রে রান রেটে তামিম ইকবালদের টপকাতে হলে দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য কিছু করতে হবে এনামুল হক বিজয়দের। সিলেটকে হারাতে হবে ২০০ রানের বেশি ব্যবধানে। যা এক কথায় অসম্ভব।
তাই রাউন্ড রবিন পর্বের শেষদিনটি শুধুই সম্মান অর্জনের দিন। ম্যাচ জিতে প্রথম লড়াইয়ের দুই দলের একটি পা রাখবে প্লে অফে আর শেষ ম্যাচের দুই দলের যে কোন একটি হাসি মুখে এবারের বিপিএল শেষ করবে।