বিপিএলে বিদেশি ক্রিকেটার না পাওয়ার আক্ষেপ ছিল চলতি আসরের শুরুতে। কিন্তু সময় যত গড়াচ্ছে বিপিএলে টি-টোয়েন্টি তারকাদের ভিড় বাড়ছে। শনিবার তালিকায় নতুন যোগ হলেন সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে টানা দ্বিতীয় মৌসুম দুজনের।
বিপিএল দলগুলোর মধ্যে সব সময়ই বিগ বাজেটের দল গড়ে কুমিল্লা। এবারও এই রীতির পরিবর্তন ঘটেনি। মোহাম্মদ রিজওয়ান খেলেছেন। এখন দলে আছেন উইল জ্যাকস, মঈন আলী। দাপটের সঙ্গে পারফর্ম করছেন তারা। চলে এসেছেন গতবারের ফাইনালে জয়ের নায়ক জনসন চার্লস।
এবার যোগ দিয়েছেন নারিন ও রাসেল। দুই ক্রিকেটার ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ও জাতীয় দলের হয়ে খেলায় ব্যস্ত ছিলেন। দুর্দান্ত ফর্মে থাকা রাসেল ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে ২৯ বলে ৭১ রান করেন ৪ চার ও ৭ ছক্কায়। আগের ম্যাচেও করেছেন ৩৭ রান। আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ৬ ইনিংসে ১৯২ রান করেছেন ২২৮.৫৭ স্ট্রাইকরেটে।
তবে নারিনের ফর্ম কুমিল্লার দুশ্চিন্তার কারণ হতে পারে। আইএল টি-টোয়েন্টিতে ১০ ম্যাচে ৫ ইনিংসে মাত্র ৬ রান করেছেন। এছাড়া বোলিংয়ে ১০ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন ৬.১১ ইকোনমিতে।