Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আফিফরাও অবাক হয়েছেন

f1815c0f-efc3-47ad-9e52-a635dc7dd2a9
[publishpress_authors_box]

বিপিএলে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে বড় রানের আবহ ছিল। দুর্দান্ত ঢাকার দুই ওপেনার দারুণ শুরু করেছিলেন। হঠাৎ সেখান থেকে ব্যাটিং বিপর্যয়। ফলে সংগ্রহ মাত্র ১৩০ রানের। ব্যাটিংয়ে নেমে ওই লক্ষ্য ১০ উইকেটে তাড়া করে খুলনা টাইগার্স। এমন জয়ের পর স্বভাবতই অবাক আফিফ হোসেনরা।

ম্যাচ শেষে খুলনার হয়ে সংবাদ সম্মেলনে আসা আফিফ জানিয়েছেন, ‘‘ঢাকার দুই ওপেনার যেভাবে শুরু করেছিল আমরা ভেবেছিলাম বড় স্কোর করবে। কিন্তু এমন ব্যাটিং বিপর্যয় হলো ওদের! তবে এটা আমাদের রান তাড়া সহজ করে দিয়েছে।’’

ঢাকা কম রানে গুটিয়ে দেওয়ার কৃতিত্ব খুলনার বোলারদের দিয়েছেন আফিফ, ‘‘ওদের ব্যাটাররা বাজে করেছে হয়ত কিন্তু কেউ ইচ্ছা করে খারাপ খেলতে চায় না। আমি বলব আমাদের বোলাররা পরিকল্পনা মতো বল করতে পেরেছে।’’

খুলনার জন্য পরে ব্যাট করে রান তাড়া করা ছিল সহজ ব্যাপার। এনামুল হক বিজয় ৪৮ বলে অপরাজিত থেকে ৪টি চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন। এ টুর্নামেন্টে তার দ্বিতীয় ফিফটি। আফিফ অপরাজিত ছিলেন ২৭ বলে ৩৭ রান করে। উইন্ডিজ ওপেনার ইভিন লিউইস ১৩ বলে ২৬ রান করে রিটায়ার্ড হার্ট হন। 

সংক্ষিপ্ত স্কোর :

দুর্দান্ত ঢাকা : ২০ ওভারে ১৩০/৯ (নাঈম ৪১, সাইয়াম ৩৫, অ্যালেক্স ২১; নাওয়াজ ৩/১৫, মুকিদুল ২/২৩)।

খুলনা টাইগার্স : ১৪.৪ ওভারে ১৩১/০ (বিজয় ৫৮, লিউইস ২৬(রিটায়ার্ড হার্ট), আফিফ ৩৭; উসমান ০/১৪)।

ফল : খুলনা ১০ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : মোহাম্মদ নাওয়াজ।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত