Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

সাবেক বিচারপতিকে প্রধান করে বিপিএলের ফিক্সিং তদন্ত কমিটি

bpl2
[publishpress_authors_box]

এবারের বিপিএলে বিতর্ক ছড়িয়েছে স্পট ফিক্সিং। সন্দেহের তীর দশজন খেলোয়াড়ের দিকে। এনামুল হক বিজয়ের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা নিয়ে প্রথমে খবর বের হলেও পরে অস্বীকার করে বিসিবি। তবে আটটি ম্যাচকে সন্দেহের তালিকায় রেখেছে খোদ আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু)।

গণমাধ্যমে এমন খবর আসার পর ফিক্সিং নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানানো হয়েছিল একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার কথাও। এবার তিন সদস্যের সেই কমিটির সদস্যের নাম জানিয়েছে বিসিবি।

বিসিবির দুর্নীতি দমন বিভাগকে সাহায্য করতে এই কমিটি গঠন করা হয়েছে বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে।

কমিটির অন্য দুই সদস্য আন্তর্জাতিকভাবে খ্যাতিমান আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী, আরেকজন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। এ কমিটি বিসিবি ও অ্যান্টিকরাপশন ইউনিটের (এসিইউ) সঙ্গে যৌথভাবে কাজ করবে। বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘‘এ কমিটি ক্রিকেট পরিচালনায় সুশাসন নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ফিক্সিং বা অনৈতিক কার্যক্রমের সুষ্ঠু তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত