Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

মুশফিক-মায়ার্সের ব্যাটিং ঝড়

WhatsApp Image 2024-02-17 at 14.36.06
[publishpress_authors_box]

নবম ওভারের শুরুতে ফরচুন বরিশালের ছিল ৬৫ রান। ৩ ব্যাটার চলে গেছেন সাজঘরে। ওই অবস্থান থেকে দলকে ১৮০ পার করান মুশফিকুর রহিম ও কাইল মায়ার্স। দুই ব্যাটারের ব্যাটে ছিল ঝড়। সেই ঝড়ে সিলেট স্ট্রাইকার্স বড় লক্ষ্যে চাপে পড়ল। ৬ উইকেট হারিয়ে বরিশালের রান ১৮৩।

মুশফিক ও মায়ার্সের জুটি ছিল ৮৪ রানের। মাত্র ৮ ওভারে এই রান তুলছেন দুজনে। মুশফিক আসরে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন ৩২ বলে ৫২ রানের ইনিংসে। ৫ নম্বরে নেমে তার ব্যাটে ছিল তিনটি করে চার ও ছয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ অভিজ্ঞ উইন্ডিজ অলরাউন্ডার মায়ার্স ৩১ বলে ৩টি করে চার ও ছক্কায় করেছেন ৪৮ রান। উইন্ডিজের জার্সিতে সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে আসা মায়ার্সের আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। দলটির হয়ে ব্যাটে বলে দারুণ পারফরম করেছেন এই ক্যারিবিয়ান।

মুশফিক-মায়ার্সের এই জুটি ছাড়া বরিশাল অবশ্য বড় কিছু করতে পারেনি। ওপরে তামিম ইকবাল ১৮ বলে ১৯ ও শেষ দিকে মেহেদি হাসান মিরাজ ৭ বলে ১৫ রান করেন। সিলেটের তানজিম সাকিব ৩ উইকেট নেন ৪৮ রানে।   

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত