বিপিএলে খুলনা টাইগার্সের শুরুটা হলো হোঁচটে। নাহ, তারা হেরে যায়নি, তবে জয়টা হয়েছে কষ্টার্জিত। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগে ব্যাট করে মাত্র ১২২ রানের লক্ষ্য দেয় তাদের। এই রান তাড়া করতে প্রায় ২০ ওভার লেগে যায় খুলনার। ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে তারা।
খুলনার ব্যাটিং লাইন বেশ অভিজ্ঞ। উপরে জায়গা না হওয়ায় পাঁচে নেমেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। উপরে দুই ক্যারিবিয়ান পাওয়ার হিটার ইভিন লুইস (১২) ও শেই হোপ (৯) আছেন। তবুও ১২২ রানের লক্ষ্যে খুঁড়িয়ে চলতে হলো তাদের।
শুরুতে আল-আমিন হোসেনের জোড়া আঘাতে ৩২ রানে ৩ উইকেট হারায় খুলনা। দুই ক্যারিবিয়ানকেই ফেরান এই পেসার। সঙ্গে অধিনায়ক এনামুল হক বিজয়কেও (৯) দ্রুত ফেরান শহিদুল ইসলাম। তাতে রানের গতিটা থেমে যায় খুলনার।
শুরুর ব্যাটিং ব্যর্থতা সামলে উঠতে সময় নিতে হয় খুলনাকে। আফিফ হোসেন ২৬ ও মাহমুদুল হাসান জয় ৩৯ রান করে দলকে জয়ের পথে রাখেন। শেষদিকে পাকিস্তানি ফাহিম আশরাফ ৮ বলে ৩ চারে ১৫ রানের ক্যামিও খেলে দলের জয় নিশ্চিত করেন।
সংক্ষিপ্ত স্কোর :
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৯.৫ ওভারে ১২১/১০ (শহিদুল ৪০, নাজিবুল্লাহ ২৪; নাহিদুল ৪/১২, ফাহিম ৩/২০)।
খুলনা টাইগারস : ১৮.২ ওভারে ১২২/৬ (জয় ৩৯, আফিফ ২৬, ফাহিম ১৫*; আল-আমিন ২/২৭, শহিদুল ২/২৬)।
ফল : খুলনা টাইগার্স ৪ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : নাহিদুল ইসলাম।