Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নাহিদুলের স্পিনে পথহারা চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যাটারদের মধ্যে নাজিবুল্লাহ একটু দ্রুত রান তোলেন। ছবি : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম ব্যাটারদের মধ্যে নাজিবুল্লাহ একটু দ্রুত রান তোলেন। ছবি : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

২০২৩ বিপিএলে ঠিক এমন শুরু পেয়েছিলেন নাহিদুল ইসলাম। ওই আসরে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে নেয়া ৬ রানে ৪ উইকেট এখনও তার টি-টোয়েন্টি সেরা বোলিং। সেরকম এক বোলিং পারফরম্যান্সে এবারের বিপিএল শুরু করলেন খুলনা টাইগার্স স্পিনার। তার স্পিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পথ হারাল। নির্ধারিত ওভারে ১২১ রানের বেশি তুলতে পারেনি দলটি।

নাহিদুল খুলনার জার্সিতে খেলছেন দুই মৌসুম ধরে। দল যেমন তাকে বোঝে, দলকেও ভালো কিছু দিচ্ছেন নিয়মিত। ২০২৩ আসরে ১২ ম্যাচে নিয়েছিলেন দলের সর্বোচ্চ ১১ উইকেট। এবার শুরুটা করলেন ৪ উইকেটে।   

শনিবার চট্টগ্রামের ইনিংসে শুরুর ৫ ব্যাটারের চারজনকেই ফিরিয়েছেন নাহিদুল। একটি উইকেট নেন নাসুম আহমেদ। তাতে মাত্র ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস বড় করা থেকে অনেক দূরে চলে যায় প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারানো চট্টগ্রাম।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন পেসার শহিদুল। ৩১ বলে ৪ চার ও ১ ছক্কায় এই রান তার। দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ২৪ নাজিবুল্লাহ জাদরানের। শুরুতে খুলনার স্পিনারদের সামলাতে ব্যর্থ হয় চট্টগ্রাম ব্যাটাররা। পরের দিকে দলটির পেসারদের সামলাতে খাবি খেতে হয় শুভাগত হোমদের।

খুলনার হয়ে নাহিদুলের ৪ উইকেট ছাড়াও পাকিস্তান পেসার ফাহিম আশরাফ ২০ রানে ৩ ও উইন্ডিজ পেসার ওশান থমাস ৩৮ রানে ২ উইকেট নেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত