বিপিএল জাতীয় দলের ব্যাটারদের দিকে মুখ ফেরাচ্ছে। মঙ্গলবার সাকিব আল হাসান রান পেয়েছেন। বুধবার রানে ফিরলেন লিটন দাস। তার ব্যাটে ভালো ইনিংস সত্ত্বেও রান বড় হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ উইকেটে মাত্র ১৪৯ রানেই আটকেছে তারা।
চলতি বিপিএলে একদম ঘুমিয়ে ছিল লিটনের ব্যাট। বুধবারের ম্যাচের আগ পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন কুমিল্লা অধিনায়ক। অথচ রান করেছেন মাত্র ৩৭। সর্বোচ্চ রান ছিল ১৪। জাতীয় দলে বর্তমানে সেরা ব্যাটার কবে রানে ফিরবেন তা নিয়ে উদ্বিগ্ন ছিল ক্রিকেটাঙ্গন।
একদিন আগে সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় বর্তমান ক্রিকেটারদের অফফর্ম নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। ক্রিকেটারদের মাঝে রানে ফেরার সদিচ্ছার অভাবও দেখেছেন তিনি। দুর্জয়ের মন্তব্যের পরদিনই রান পেলেন লিটন।
অধিনায়ক রান পাওয়ায় কুমিল্লার উদ্বোধনী জুটিও ভালো হয়েছে। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৬৯ রানের জুটিতে লিটনের রান ছিল ৪৫। ৩০ বলের ইনিংসে ৪টি ছক্কা ও ২টি চার ছিল তার ব্যাটে। রিজওয়ান ২৮ বলে ২১ রান করেন। পরেরদিকে উইল জ্যাকসের ২৭ বলে ২২ রান ছাড়া বলার মতো স্কোর নেই কারও।