হাঁটুর ব্যথায় মাশরাফি বিন মর্তুজার অস্ত্রোপচার করানোর কথা। কিন্তু সিলেট স্ট্রাইকার্স মালিক পক্ষের চাওয়ায় তিনি খেলছেন বিপিএলে। এই ব্যাপারটি নিয়ে ক্রিকেট পাড়ায় সমালোচনার শেষ নেই, টুর্নামেন্টের মান নিয়েও প্রশ্ন উঠেছে।
শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে চার ওভার বল করলেন মাশরাফি। তাহলে কি সবকিছুর জবাব কি মাঠেই দিলেন! নাহ, এমনটা মোটেও নয়। বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছেন ক্যারিয়ারে কখনই কাউকে জবাব দেননি, সেই ইচ্ছাও নেই।
নিজের ফিটনেসের প্রমাণ দিতে মাশরাফিকে বোলিং করতেই হতো। ব্যাটিং নয় বোলিংটাই তো তার মূল কাজ। মাশরাফির মতে ঘরোয়া ক্রিকেটে কতদিন কে খেলবে এটা নিয়ে অত আলোচনার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেট হলে এমন কথা বলার সুযোগ থাকত।
সমালোচকদের জবাব দিয়েছেন কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘‘আমি কোনদিনও ক্যারিয়ারে কাউকে কাউন্টার অ্যাটাক করিনি। অবশ্যই খেলাধুলায় মানুষ ভালোটাই চায়। সবসময় যারা জয়ী হয় তাদেরই চিন্তা করে, ওদেরই মনে রাখে। এটা খুব স্বাভাবিক। জীবনের ক্ষেত্রেও দেখবেন, খারাপকে কেউ কখনো গ্রহণ করে না। সুতরাং এখানে উত্তর দেওয়ার কিছু নেই।’’
নিজের ব্যাখ্যায় মাশরাফি আরও যোগ করেন, ‘‘যেহেতু বোলিং করতে পারছি না, সেহেতু না খেললেই ভালো হতো। তবে দলের চাওয়া, সব কিছুর একটা ব্যাপার থাকে। আজকে চেষ্টা করেছি, ভালো লাগলে বোলিং করবো। পা টা একটু ভালো লাগছিল।’’
‘‘আর শর্ট রান আপে তো আমি গত ৫-৬ বছর ধরেই বোলিং করছি। আমার তো আর পেস ম্যাটার করে না। গতবারও তো এভাবে বোলিং করে ১৫ উইকেট পেয়েছি। এটাই, আপনি চেষ্টা করতে পারেন। এর বেশি কিছু না।’’