বসন্ত মাস শুরুর আগেই বিপিএলে বসন্ত শুরু হয়েছিল দেশি ব্যাটারদের। টুর্নামেন্টের শুরু থেকে লোকাল ব্যাটারদের ব্যাটে রানের হাহাকার ছিল। ঢাকা-সিলেট দুই পর্বে সেই হাহাকার ধারাবাহিক ভাবে কাটেনি। ঢাকার দ্বিতীয় পর্ব থেকে চিত্র বদলাতে থাকে।
সাকিব আল হাসানের ঝড়ো ৩৪ রানে শুরু। একে একে লিটনের হাফসেঞ্চুরি, তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি ও নব্বই ছোঁয়া ইনিংস। সাকিব-তামিমের অর্ধশত, নাজমুল শান্তর দুটি গুরুত্বপূর্ণ ইনিংস, সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংগুলো বিপিএলে দেশি ব্যাটারদের সৌন্দর্য তুলে ধরে। সেই ধারাবাহিকতায় এবার রান পেয়েছেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন।
দুজনের ব্যাটে শুক্রবার ডুবন্ত (পড়ুন দুর্দান্ত) ঢাকাকে ৪.৪ ওভার হাতে রেখে সহজেই ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। ইমন ৩০ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪০ রান করে আউট হন। আফিফ ৪ ছক্কা ও ২ চারে ২১ বলে ৪৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
আসরে টানা দশম হার হজম করা ঢাকা এ দিন আগে ব্যাট করার সুযোগ পায়। তবুও বড় স্কোর পায়নি। মাত্র ২৭ রানে ৩ উইকেট হারালে মিডলঅর্ডাররা লড়াই করেন। অ্যালেক্স রস ও ইরফান সুক্কুর ২৫ রান করে করেন। শেষদিকে মোসাদ্দেক ২৬ রান করলে কোনোরকমে ১২০ পার করে ঢাকা। ওয়েন পারনেল ১৯ রানে ৩ ও মুকিদুল মুগ্ধ ১৮ রানে ৩ উইকেট পান।
জবাবে ১৭ রানে ২ উইকেট হারালেও তিন ব্যাটারের দৃঢ়তায় সহজ জয় পায় খুলনা। ইমন ও আফিফের রান বাদে শেই হোপ ২৮ বলে ৩২ রান করেন। খুলনা টানা ৫ ম্যাচ হারের পর পঞ্চম জয় পেল। ১০ ম্যাচে থেকে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে টপকে চারে উঠেছে তারা।