আজমতুল্লাহ ওমরজাই ইংরেজি বলতে পারেননা, তবে ইংরেজদের বের করা ক্রিকেট ভালো খেলেন। আফগানিস্তানের হয়ে প্রতি টুর্নামেন্ট বা সিরিজ দারুণ খেলে যান এই অলরাউন্ডার। কিন্তু রশিদ খান, মোহাম্মদ নবি, গুরবাজদের পেছনেই পড়ে থাকে তার নাম। বিপিএলে রংপুর রাইডার্সের হয়েও যেমন ভালো খেলে যাচ্ছেন কিন্তু তার নাম নিয়ে উচ্চবাচ্চ্য নেই খুব একটা।
মঙ্গলবারের ম্যাচসহ রংপুরের জার্সিতে ৫ ম্যাচ খেলে ফেলেছেন ওমরজাই। আজকের ২০ বলে অপরাজিত ৩৬ রান সহ মোট তিনটি গুরুত্বপূর্ণ ইনিংস আছে তার। সবগুলোই রংপুরের জয়ের পথ সহজ করে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজ তার ব্যাটেই ৫ উইকেটে ১৬৫ রানে পৌঁছে রংপুর।
মঙ্গলবারের ম্যাচে শামীম হোসেন দলীয় ১০৯ রানে আউট হন ১৬.১ ওভারে। কমপক্ষে দেড়শ পার করতে হলে রংপুরের কোনও ব্যাটারের ক্যামিও খেলতে হতো। সেই চাহিদা মিটিয়ে দেন ওমরজাই। মাত্র ২০ বলে ২ ছক্কা ও ৩ চারে ৩৬ রানে অপরাজিত ছিলেন।
এছাড়া শেষদিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১৫ ও মোহাম্মদ নবির ৭ বলে ১৩ রানও রংপুরকে ভালো সংগ্রহ এনে দেয়। টপঅর্ডারে টানা দুই ফিফটি করা বাবর আজম ৩৬ বলে ৩৭ ও ফজলে মাহমুদ রাব্বি ২১ বলে ৩০ রান করে।