সিলেটের উইকেটে রান করা কঠিন ছিল না। রংপুর রাইডার্স প্রথম ইনিংসে তা দেখিয়েছে। অথচ একই পিচে পুরোপুরি ব্যর্থ দুর্দান্ত ঢাকার ব্যাটাররা। ১৮৪ রানের লক্ষ্যে নেমে ১৬.৩ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৪ রান করেছে ঢাকা। ম্যাচ হারল ৭৯ রানের বড় ব্যবধানে।
স্পোর্টিং পিচে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ঢাকার চার ব্যাটার আউট হয়েছেন ০ রানে। দু’অঙ্কের ঘরে স্কোর করেছেন মাত্র তিনজন। অস্ট্রেলিয়ান অ্যালেক্স রস ৩৫ বলে ৫১ রানের ইনিংসটি না খেললে আরও লজ্জায় পড়তে হতো ঢাকাকে। রংপুরের আজমতুল্লাহ ওমরজাই ও হাসান মাহমুদ ২টি এবং মেহেদি হাসান ৩ উইকেট নেন।
ম্যাচে ব্যাটিংয়ে নামা হয়নি তাসকিন আহমেদের। ইনজুরি থেকে ফিরে বিপিএল খেলা পেসারকে নিয়ে আবারও শঙ্কা দেখা দিয়েছে। রংপুরের ইনিংসে মাত্র ২ ওভার বল করেই উঠে গেছেন তিনি।
ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন অবশ্য দিয়েছেন স্বস্তির খবর। তাসকিন পিঠের ব্যাথার কারণে বোলিংয়ে চার ওভার পূর্ণ করেননি। ব্যাটিংয়েও নামতে পারেননি। তাসকিনকে নিয়ে বড় শঙ্কা নেই, তবে কোনও ঝুঁকি না নিতে এই পেসারকে আর মাঠে নামায়নি ঢাকা।
তিন ম্যাচে ১ জয় ও ২ হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে নেমে গেছে ঢাকা। ৪ ম্যাচ থেকে দুটি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে চারে উঠেছে রংপুর।
সংক্ষিপ্ত স্কোর :
রংপুর রাইডার্স : ২০ ওভারে ১৮৩/৮ (বাবর আজম ৬২, ওমরজাই ৩২, সোহান ২৬; আরাফাত সানি ৩/৩২)।
দুর্দান্ত ঢাকা : ১৬.৩ ওভারে ১০৪/৯ (অ্যালেক্স ৫১, সাইয়াম ১৭; মেহেদি ৩/১১, ওমরজাই ২/১৪, হাসান ২/১৮)।
ফল : রংপুর রাইডার্স ৭৯ রানে জয়ী। ম্যাচ সেরা : বাবর আজম।