সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭৭ রানে জয়র পর সংবাদ সম্মেলনে হাজির সাকিব আল হাসান। নির্বাচনে জিতে সংসদ সদস্য হওয়ার পর এই প্রথম সংবাদ সম্মেলনে আসেন রংপুর রাইডার্স তারকা। এরপর চোখের সমস্যা, ব্যাটিং, জাতীয় দল ইত্যাদি প্রশ্নে নানা হাস্যরস করেন। জবাবও দেন। তবে চোখের প্রসঙ্গ তুললে খানিকটা যেন বিব্রত বোধ করেন।
চোখ নিয়ে যে অস্বস্তির মধ্যে আছেন, সেটাও স্বীকার করতে চান না। যেমন সাকিব বলেন চোখের অবস্থা ‘ভাল’। আবার চোখের কারণে ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে – এটাও তিনি মানতে চাইছেন না। ওদিকে বলছেন, “আমার এই সময়ে তারা (রংপুর রাইডার্স) যেভাবে আমার যত্ন নিয়েছে, আমার সমস্যাটা বুঝেছে…।” সব মেলালে দেখা যাচ্ছে, নিজের সমস্যা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন সাকিবই।
পরে সংবাদ সম্মেলনে সাকিব নিজেই বলেছেন, “ মানসিক চাপের কারণে সমস্যাটা বেড়ে যাচ্ছে কি না, আমারও চিন্তা হয়। এটা করে কি বেশি হচ্ছে? নাকি এটা করা ঠিক হবে? কীভাবে সমাধান হবে ? আপনি বলুন কীভাবে করা উচিৎ। আমিও এটা নিয়ে কনফিউজড।”
তবে খেলোয়াড়ী জীবনে প্রথমবার এই অলরাউন্ডার শুধু বোলিংটাকে সম্বল মেনে মাঠে নামছেন, “আমার জীবনে কখনও এরকম করিনি। যে কোনো একটা সাইড (ব্যাটিং বা বোলিং) দিয়ে খেলতে হয়েছে এরকম কখনও হয়নি। প্রথমবার। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি আর অর্ধেক পারছি না। তারপরও তারা যেভাবে সাপোর্ট দিচ্ছে অবশ্যই ধন্যবাদ দিতে হয়।” অর্থাৎ এই বিপিএলে খেলছেন অর্ধেক সাকিব। আপাতত তার ব্যাটিং নেই, খেলে যাচ্ছেন শুধু বোলিং দিয়েই।
শনিবার সিলেটের বিপক্ষে প্রথম বলেই আউট হয়েছেন তিনি। এতটা আত্মবিশ্বাসহীন সাকিব আল হাসান আর কখনও ছিলেন কিনা সন্দেহ। সম্ভবত না। বাজে সময় সাকিবকে পুরোপুরি চেপে ধরেছে চারিদিক থেকে। উইকেটে এসে প্রথম বলে খেলেন অদ্ভুত শট। আম্পায়ন আউটের সিদ্ধান্ত দেন। তবে রিভিউ নিলে বেঁচে যেতেন এই ব্যাটার।
রিভিউ নেওয়ার সময়টাও যেন ভুলে গেছেন তিনি । তাই ১৫ সেকেন্ড চলে যাওয়ার পর রিভিউ নিতে গিয়ে আর পারেননি, সময় ফুরিয়ে গেছে। এই ম্যাচেও রান না পাওয়া রংপুরের এই ব্যাটার বলছেন, “বুঝলাম যে খারাপ সময়ে সবই খারাপ যায়।” এরপর যোগ করেন, “সবাই চেষ্টা করছে আমাকে সাহায্য করতে। যেন আমি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি।”
সাকিব রান না পেলেও বাবর আজম ও নুরুল হাসান সোহানের ব্যাটে রংপুর ৭ উইকেটে ১৬২ রান করে। বাবর ৩৭ বলে ৭ চারে ৪৭ রান করেন। আর সোহান ৩০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন। জবাবে সিলেট মাত্র ৮৫ রানে অলআউট হয়।