Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

কিছুই কাজ করছে না সিলেটের

৮৫ রানের জুটিতে দলকে ম্যাচ জেতালেন ব্রুস-তামিম। ছবি : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৮৫ রানের জুটিতে দলকে ম্যাচ জেতালেন ব্রুস-তামিম। ছবি : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

২০২৩ বিপিএলে দারুণ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। এই ফ্র্যাঞ্চাইজি প্রথমবার ফাইনালেও খেলেছিল। এবার সেই ছন্দের কিছুই নেই সিলেটের। টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানীতে মাশরাফি বিন মর্তুজার দল। সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল তারা।

এবারের আসরে এখনও জয়হীন সিলেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা দলের ব্যাটার জাকির হাসান মেনে নিলেন তাদের কিছুই ঠিকঠাক হচ্ছে না, ‘‘কিছুই হচ্ছে না…এটা কিছুটা সত্যি। ব্যাটিংয়ে আমরা ভালো স্কোর দিতে পারছি না। দ্রুত উইকেট যাওয়ার কারণে আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। তবে এখনও ফিরতে পারি, পথ খোলা আছে।’’

টানা হারের কারণে সেরা একাদশও পাচ্ছে না সিলেট। নিয়মিত খেলা দুই বিদেশি বেনি হাওয়েল ও বেন কাটিংকে সোমবার বেঞ্চে রেখেছে। তবুও জয়ের দেখা নেই।

মাত্র ১৩৮ রানের লক্ষ্য থাকায় চট্টগ্রাম খুব সহজেই তা তাড়া করেছে। দলের দুই ব্যাটারের ফিফটি চট্টগ্রামের রান তাড়া সহজ করে দেয়। তানজিদ তামিম ওপেনে নেমে মাত্র ৪০ বলে ৩ চার ও ২ ছক্কায় করেছেন ৫০। আর নিউজিল্যান্ড ব্যাটার টম ব্রুস ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

সংক্ষিপ্ত স্কোর :

সিলেট স্ট্রাইকার্স : ২০ ওভারে ১৩৭/৪ (টেক্টর ৪৫, জাকির ৩১, বার্ল ৩৪; বিলাল ৩/২৪)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৭.৪ ওভারে ১৩৮/২ (তানজিদ ৫০, ব্রুস ৫১; সাকিব ১/১৯)।

ফল : চট্টগ্রাম ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : বিলাল খান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত