Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সিলেটের ব্যাটিং হতাশা চলছেই

WhatsApp Image 2024-01-29 at 14.53.49
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

আগের ম্যাচে মাত্র ৭৮ রানে অলআউট হয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ওই অবস্থা থেকে খুব বেশি উন্নতি হয়নি দলটির। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে ৪ উইকেটে মাত্র ১৩৭ রান করেছে মাশরাফি বিন মর্তুজার দল।

চট্টগ্রামের সবশেষ ম্যাচে জয়ের নায়ক ছিলেন আয়ারল্যান্ড অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। সোমবার সিলেটকে আরও একবার একশর নিচে অলআউট হওয়া থেকে বাঁচালেন অপর আইরিশ অলরাউন্ডার হ্যারি টেক্টর। মাত্র ৮ রানে ২ উইকেট হারানোর পর টেক্টরের ৪২ বলে ৪৫ রানের ইনিংসে সম্মানজনক স্কোর পায় সিলেট।

তৃতীয় উইকেটে ৩১ রান করা জাকিরকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন টেক্টর। জাকির ২৬ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩১। একশ রানের কোটা পার হলে টেক্টরও আউট হন। পরে বাকিটা পথ অবিচ্ছিন্ন থেকে ইনিংস শেষ করেন রায়ান বার্ল ও আরিফুল হক।

বার্ল ২৯ বলে ৪ চারে ৩৪ ও আরিফুল ১২ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত