Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

ভাগ্য ফিরে পাওয়ার লড়াইয়ে বরিশালের জয়

700914bd-8194-4d29-a6a0-d408d77cd3fb
[publishpress_authors_box]

সিলেট স্ট্রাইকার্সের ছিল টানা চার হার। ফরচুন বরিশালের টানা তিন। মঙ্গলবারের ম্যাচটি দুই দলের জন্যই ছিল ভাগ্য ফিরে পাওয়ার লড়াই। তাতে জয় হল বরিশালের। সিলেটের দুর্ভাগ্য বাড়িয়ে ৪৯ রানে জিতেছে তামিম ইকবালের দল।

আগে ব্যাট করা বরিশাল মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্রুততম ফিফটিতে ৫ উইকেটে ১৮৬ রান তোলে। মাহমুদউল্লাহ ২৪ বলে করেন ৫১ রান। শেষ তিন ওভারে তার ঝড়ো ব্যাটিংয়ে ৫২ রান পায় বরিশাল।

শেষদিকে রান দেয়ার এই ভুলে বিশাল টার্গেটে চাপা পড়ে সিলেট। এমনিতেই হারের বৃত্তে বন্দি থাকা দলটির তাই আর চাপ জয় করা হয়নি। আগের ম্যাচের মতো জাকির একাই লড়লেন। তার ৩৪ বলে ৪৬ রানের ইনিংস ছাড়া জয়ের মতো সংগ্রহ ছিল না কোন ব্যাটারের।

এদিকে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরানের ২৯ রানে ৪ উইকেট বরিশালের জয় সহজ করে।  

সংক্ষিপ্ত স্কোর :

ফরচুন বরিশাল : ২০ ওভারে ১৮৬/৫ (শেহজাদ ৬৬, মাহমুদউল্লাহ ৫১*, সৌম্য সরকার ২০, মুশফিকুর ২২, মিরাজ ১৫*; বেনি হাওয়েল ৩/২১)।

সিলেট স্ট্রাইকার্স : ১৭.৩ ওভারে ১৩৭/১০ (জাকির ৪৬, শামসুর ২৫, বেনি হাওয়েল ২৪; ইমরান ৪/২৯, মিরাজ ২/২১, খালেদ ২/২৯)।

ফল : ফরচুন বরিশাল ৪৯ রানে জয়ী। ম্যাচ সেরা : মাহমুদউল্লাহ ।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত