Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

যে পথে হেঁটে সাফল্য পেয়েছে সিলেট

4e1027a0-d312-446f-9fcb-1b8376aa1080
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ৬ ম্যাচে মাত্র ১টি জয়। পরের ৬ ম্যাচে ৪টি জয়। মোট ৫ জয়ে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বিপিএল শেষ করেছে সিলেট স্ট্রাইকার্স। গতবারের রানার্সআপরা শুরুর ধাক্কা সামলে ফিরেছে বেশ ভালো ভাবেই।

প্লে অফ নিশ্চিত না হলেও সাফল্য নিয়ে হাসি মুখে আসর শেষ করেছে। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচের সংবাদ সম্মেলনে অধিনায়ক মোহাম্দ মিঠুন জানিয়ে গেলেন কঠিন সময় কাটিয়ে ওঠার পেছনের রহস্য। যে রহস্য ভেদ করতে পারেনি ১২ ম্যাচে টানা ১১ ম্যাচ হেরে যাওয়া দুর্দান্ত ঢাকা।

আসরে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট। আগে ব্যাট করে খুলনা আফিফ হোসেনের ৫২ রানে ৮ উইকেটে মাত্র ১২৮ রান করে। জবাবে ইয়াসির আলির ৪৬, নাজমুল হোসেন শান্তর ৩৯ রানে ২ ওভার বাকি থাকতে ৪ উইকেটে ১৩০ রান করে জয় নিশ্চিত করে সিলেট।

টুর্নামেন্টে শুরুর অর্ধেক খুব বাজে কেটেছিল দলটির। নিজেদের মাঠ সিলেটেও ৫ ম্যাচে জয় পেয়েছিল ২ ফেব্রুয়ারি সিলেট পর্বের শেষ ম্যাচে। এরপর ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের কাছে হারলেও ঢাকা, খুলনার সঙ্গে জিতেছে তারা। পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেও হারানোর সাফল্য দেখায় সিলেট।

হারতে থাকা দল কোন মন্ত্রবলে জয়ের পথ খুঁজে পায় তা বের করেছে সিলেট। কিন্তু ঢাকা তা পারেনি। মোহাম্মদ মিঠুন নিজেদের ফিরে আসার রহস্যটা ফাঁস করলেন এভাবে, “অনুপ্রাণিত হতে আসলে খুব বিশেষ কিছু করিনি আমরা। নিজেদেরা একে অপরকে সমর্থন করেছি। ফ্র্যাঞ্চাইজি থেকেও কোন চাপ ছিল না। আমি অন্য ফ্র্যাঞ্চাইজির কথা বলতে পারব না। তবে এতগুলো ম্যাচ শুরুতে টানা হারের পরও আমাদের মালিক পক্ষ আমাদের জন্য অনেক আনন্দমূলক কাজের ব্যবস্থা করেছেন।”

“ক্রিকেটাররা কখনও ওই রকম চাপ অনুভব করেনি যে এতগুলো ম্যাচ হেরেছি ওখান থেকে কীভাবে ফিরবো। তাছাড়া আমরা কেউ কারও দিকে দোষের আঙুল তুলিনি। তো ক্রিকেটে তো ওভাবে ফিরে আসার কিছু নেই, ছোট ছোট কাজগুলো আমাদের সাহায্য করেছে আসলে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত