বিপিএল এখন দেশি কোচদের দখলে। সাত দলের ছয়টিতেই কোচের দায়িত্ব পেয়েছেন স্থানীয়রা। ব্যতিক্রম শুধু ফরচুন বরিশালে। এই ফ্র্যাঞ্চাইজির কোচ হয়ে দীর্ঘদিন পর বাংলাদেশে আসছেন ডেভ হোয়াটমোর। অর্থাৎ ডাগআউটে দেশি কোচদের সঙ্গে হবে বাংলাদেশের সাবেক কোচের লড়াই।
এক মৌসুম আগে বিপিএলে তিন দলে ছিলেন বিদেশি কোচ। গত মৌসুমে মাত্র দুই দলে বিদেশি কোচ ছিলেন। এবার সংখ্যাটা আরও নেমে মাত্র ১।
বাংলাদেশের সঙ্গে ডেভ হোয়াটমোরের সম্পর্কটা অনেক পুরোনো। পাঁচ বছর ছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই অস্ট্রেলিয়ান। পরে জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচ হয়েও বাংলাদেশে আসা হয়েছিল হোয়াটমোরের। এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করে যাচ্ছেন তিনি।
হোয়াটমোর ছাড়া বিপিএলের বাকি দলগুলোতে দেশি কোচ। বরাবরের মতো চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মোহাম্মদ সালাউদ্দিনকেই দায়িত্ব দিয়েছে। রংপুর রাইডার্সও কোচ বদল করেনি। গতবারের সোহেল ইসলামের ওপরই ভরসা রাখছে।
কোচ বদলায়নি সিলেট স্ট্রাইকার্সও। এবারও রাজিন সালেহ দলটির কোচ। গতবার খুলনার কোচ থাকা খালেদ মাহমুদ সুজন এবার দুরন্ত ঢাকার দায়িত্বে।
খুলনার কোচের দায়িত্ব পেয়েছেন তালহা জুবায়ের। গতবার সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ থাকা তুষার ইমরান এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচের দায়িত্ব পালন করবেন।