সেপ্টেম্বরে নিট দুই হাজার কোটি টাকা আমানত প্রবৃদ্ধি হয়েছে ব্র্যাক ব্যাংকের। এটি বেসরকারি ব্যাংকটির একক কোনও মাসের সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
এর আগে সিটি ব্যাংক নিট আমানত প্রবৃদ্ধিতে রেকর্ড গড়ে। বেসরকারি খাতের এই ব্যাংকের গত আগস্টে নিট আমানত প্রায় ৩ হাজার কোটি টাকা বাড়ে; যা ছিল ব্যাংকটির অন্যান্য মাসের নিট আমানত প্রবৃদ্ধির দ্বিগুণের বেশি।
ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি মাসে ব্যাংকে অনেক টাকার আমানত জমা পড়ে। একই সময়ে অনেকে আমানত তুলেও নেয়। এই দুটি যোগ-বিয়োগ করে যে আমানত ব্যাংকে নতুন যোগ হয়, তাকে নিট আমানত বলা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণে থেকে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিতে শুরু করেন গ্রাহকরা। এই আমানত সবল ব্যাংকগুলোতে ফিরে আসছে বলে ধারণা করছেন ব্যাংক কর্মকর্তারা।
গত ২ অক্টোবর ঢাকায় প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আমানত প্রবৃদ্ধির রেকর্ড গড়ার অর্জন উদযাপন করে ব্র্যাক ব্যাংক।
আমানত প্রবৃদ্ধি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “শুধু গ্রাহকদের ব্যাংকিং পার্টনার হওয়াই নয় বরং তাদের আর্থিক বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে থাকাও ব্র্যাক ব্যাংকের লক্ষ্য।
“এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনের পেছনে রয়েছে আমাদের শাখা ও উপ-শাখার দ্রুত সম্প্রসারণ, গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে কৌশলগত পদক্ষেপ ও উন্নত ডিজিটাল ব্যাংকিং সল্যুশন। এ ধারাবাহিক প্রবৃদ্ধি ব্যবসা দ্বিগুণ করতে আমাদের সাহায্য করবে।”
শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ওই আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের প্রধান শেখ মোহাম্মদ আশফাক।
অনুষ্ঠানে সিনিয়র জোনাল হেড-নর্থ এ কে এম তারেক, সিনিয়র জোনাল হেড-সাউথ তাহের হাসান আল মামুনসহ ব্রাঞ্চ নেটওয়ার্কের রিজিওনাল হেড এবং ক্লাস্টার ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।



