ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিতে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আয়াশ রহমান এজাজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানিয়েছেন, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের জয়ের খবরে তার সমর্থকরা বিজয় মিছিল বের করেন। মিছিলটি কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে পৌঁছলে ছাত্রলীগকর্মী এজাজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বন্ধুরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান জানান, এজাজের মাথার বাম পাশে মারাত্মক ক্ষত হয়েছে। সিটিস্ক্যানে গুলির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এজাজের অবস্থার অবনতি হতে পারে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবী জয়ের সঙ্গে ছাত্রলীগকর্মী এজাজের বিরোধ ছিল। বুধবার সকালে ভোটকেন্দ্রে তাদের মধ্যে তর্ক হয়। সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে আবার তর্ক হয়। এর এক পর্যায়ে এজাজকে গুলি করেন জয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আসলাম হোসাইন জানান, পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগকর্মী এজাজের গুলিবিদ্ধ হওয়ার খবর তারা পেয়েছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।