অভিষেক টেস্টে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেট। এই রেকর্ডটা এতদিন ছিল বাংলাদেশের নাঈমুর রহমান দূর্জয়ের। ২০০০ সালে ঢাকা টেস্টে ভারতের বিপক্ষে ১৩২ রানে ৬ উইকেট নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
সেই রেকর্ডটা সোমবার মাউন্ট মঙ্গানুই টেস্টে ভাঙলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক নিল ব্র্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়েছেন তিনিও। তবে নাঈমুর যেখানে রান দিয়েছিলেন ১৩২ সেখানে ব্র্যান্ডের খরচ ১১৯ রান। ১৮৮৯ সালে অভিষেকে তৃতীয় সর্বোচ্চ ৫ উইকেট নেওয়ার রেকর্ড ইংল্যান্ডের অব্রি স্মিথের। নাঈমুর ভেঙেছিলেন প্রায় ১১১ বছরের পুরোনো সেই রেকর্ডটাই।
ব্র্যান্ড উদ্বোধনী ব্যাটার হলেও ঘরোয়া ক্রিকেটে বোলিং করেন। ৫১টি প্রথম শ্রেণির ম্যাচে ৭২ উইকেট আছে তার। দক্ষিণ আফ্রিকার এসএ২০-লিগের কারণে সেরা খেলোয়াড়রা আসেননি নিউজিল্যান্ডে। তাই সুযোগ পেয়েছেন ব্র্যান্ড। আর সেটা কাজেও লাগালেন দুহাত ভরে।
ব্র্যান্ডের কীর্তির দিনে নিউজিল্যান্ড গড়েছে রান পাহাড়। রাচিন রবীন্দ্রর ডাবল সেঞ্চুরিতে ৫১১ রানে অলআউট হয় তারা। দুই বছর পর টেস্টে ফেরা রবীন্দ্র খেলেন ৩৬৬ বলে ২৪০ রানের ইনিংস।
নিউজিল্যান্ডের ১৯তম ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি রবীন্দ্রর। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি ডাবলে পরিণত করেছেন এর আগে মাত্র তিন কিউই ব্যাটার।
নিউজিল্যান্ডের ৫১১’র জবাবে শুরুতেই চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ৮০ রানে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। বল হাতে ৬ উইকেট নেওয়া ব্র্যান্ড ফেরেন মাত্র ৪ রানে। ২ উইকেট কাইল জেমিসনের।