Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

ব্রাজিলে নেমে আনচেলত্তি ভক্ত পেলেন ১ জন, সংবাদ সম্মেলনে ২০০

সিবিএফের নতুন সভাপতি সামির জাউদ ১০ নম্বর জার্সি উপহার দেন আনচেলত্তিকে। ছবি : এক্স
সিবিএফের নতুন সভাপতি সামির জাউদ ১০ নম্বর জার্সি উপহার দেন আনচেলত্তিকে। ছবি : এক্স
[publishpress_authors_box]

দুই বছর আগে থেকেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন পিছু নিয়েছিল কার্লো আনচেলত্তির। সিবিএফের সাবেক সভাপতি এদনালদো রদ্রিগেজ সফল হন অবশেষে। তবে রিয়াল ছেড়ে আনচেলত্তির ব্রাজিল আসার দিনেই রদ্রিগেজের জায়গায় নতুন সভাপতি পেয়েছে সিবিএফ।

২৭টি রাজ্য ফুটবল ফেডারেশনের মধ্যে ২৫ টির সমর্থন পেয়ে নতুন সভাপতি হয়েছেন সামির জাউদ। রবিবার রাতে রিও ডি জেনেইরোর গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা আনচেলত্তিকে ব্রাজিলের একটি ‘১০ নম্বর’ জার্সি উপহার দেন জাউদ সামির।

আনচেলত্তিকে ব্রাজিলের আশীর্বাদ হিসেবে দেখছেন জাউদ সামির, ‘‘ক্রাইস্ট দ্য রিডিমার যেন আশীর্বাদ করেন আমাদের কার্লো আনচেলত্তিকে। খেলোয়াড়, কোচিং স্টাফ আর জাতীয় শক্তি নিয়ে আমরা যেন ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারি। ব্রাজিলের জনগণকে জাতীয় দলের সঙ্গে আবার জুড়ে দেওয়ার এটাই সময়।’’

রিও ডি জেনেইরোর গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রাজিলের হলুদ ক্যাপ পড়া আনচেলত্তি।

‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে বিমানবন্দরে আনচেলত্তি এসেছিলেন ব্রাজিলের হলুদ টুপি পড়ে, যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা। তবে বিমানবন্দরে নাকি আনচেলত্তিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মাত্র একজন ভক্ত!

 বিমান্দবন্দর থেকে হোটেল পর্যন্ত আনচেলত্তির যাত্রা অবশ্য বিশেষ ক্যামেরায় ধারণ করেছে সিবিএফ। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তারা লিখেছে, ‘‘স্বাগতম, কার্লো আনচেলত্তি। এখন ব্রাজিলই বাড়ি আপনার।’’

আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের কোচ হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হবে আনচেলত্তিকে। আজই স্থানীয় সময় ৩টায় ব্রাজিলের প্রথম স্কোয়াড ঘোষণা করবেন তিনি। সেই সংবাদ সম্মেলনে থাকতে আবেদন করেছিলেন ৫০০ সাংবাদিক। সিবিএফ ৮ দেশের ২০০ জনকে দিয়েছে সংবাদ সম্মেলন কভার করার কার্ড।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৫ জুন ইকুয়েডর আর ১০ জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ৫০ জন খেলোয়াড়ের তালিকা প্রস্তুত করা আছে, যেখানে নাম আছে নেইমারের। শেষ পর্যন্ত আনচেলত্তির প্রথম স্কোয়াডে নেইমার থাকেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত