Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

আনচেলত্তির অভিষেকে বিবর্ণ ব্রাজিল

b1
[publishpress_authors_box]

কার্লো আনচেলত্তির জাদু ছোঁয়ায় ব্রাজিলের বদলে যাওয়ার স্বপ্ন দেখছিলেন ভক্তরা। তার অভিষেক ম্যাচে সেটা হয়নি। নীল জার্সিতে ইকুয়েডরের মাঠে বিবর্ণই ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফল

ইকুয়েডর ০ : ০ ব্রাজিল

গোলশূন্য হতাশার ড্রতে আজ (শুক্রবার) শুরু হয়েছে আনচেলত্তির ব্রাজিল অধ্যায়। ইকুয়েডর ফরোয়ার্ডরা কয়েকটা মিস না করলে হারতেও পারত ব্রাজিল। এই ড্রতে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে লাতিন অঞ্চলের পয়েন্ট তালকার ৪ নম্বরে, ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর।

আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারার পর ব্রাজিল নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আনচেলত্তিকে। কিন্তু প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্সে উন্নতি হয়নি।

ইকুয়েডরের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রায় ৪৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য কেবল তিনটি শট নিয়েছিল ব্রাজিল, এর দুটি ছিল লক্ষ‍্যে। আর ইকুয়েডরের সাত শটের তিনটি ছিল লক্ষ‍্যে। বল ধরে রাখা আর সঠিক পাস দেওয়াতে বেশ বেগ পেয়েছে ব্রাজিল।

২২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট এগিয়ে এসে ঠেকান ইকুয়েডর গোলরক্ষক গানসালো ভালে। ৩৩তম মিনিটে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সিতে ফেরা কাসেমিরো। ব্রাজিলের মাঝমাঠ আর আক্রমণভাগের সমন্বয়হীনতা চোখে লাগছিল ম্যাচজুড়েই।

৬৭ মিনিটে ইবোয়াহর শট ঝাঁপিয়ে আলিসন না ঠেকালে এগিয়ে যেতে পারত ইকুয়েডর। ৭৬ মিনিটে কাসেমিরোর দূরপাল্লার শট ঠেকিয়ে ইকুয়েডরকে রক্ষা করেন গোলরক্ষক ভালে।

কিছুক্ষণ পর পেরভিস এস্তুপিনানের আরেকটি প্রচেষ্টা ব‍্যর্থ করে দেন ব্রাজিল গোলরক্ষক। ইকুয়েডরের চাপের মুখে রিচাার্লিসন ও এস্তেভাওয়ের জায়গায় গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ম্যাথিউস কুনিয়াকে নামিয়েও খেলায় ধার বাড়াতে পারেননি আনচেলত্তি। ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রতে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত