Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে খেলবে আর্জেন্টিনা, এশিয়া সফরে ব্রাজিল

br6
[publishpress_authors_box]

 ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই ফুটবল পরাশক্তি নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলবে অক্টোবরে। নিজেদের স্কোয়াডও ঘোষণা করেছে তারা।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। ১১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামিতে আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার সঙ্গে। লাতিন দলটি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

আর্জেন্টিনার ম্যাচ

তারিখপ্রতিপক্ষবাংলাদেশ সময়ভেন্যু
১১ অক্টোবরভেনেজুয়েলাভোর ৬টামায়ামি
১৪ অক্টোবরপুয়ের্তো রিকোভোর ৫টাশিকাগো

 ১৪ অক্টোবর শিকাগোয় ক্যারিবিয়ান অঞ্চলের দেশ পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

ব্রাজিল আসছে এশিয়া সফরে। সিউলে ১০ অক্টোবর স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়।

ব্রাজিলের ম্যাচ

তারিখপ্রতিপক্ষবাংলাদেশ সময়ভেন্যু
১০ অক্টোবরদক্ষিণ কোরিয়াবিকাল ৫টাসিউল
১৪ অক্টোবরজাপানবিকাল ৪টা ৩০টোকিও

 তিন দিন বিরতির পর ১৪ অক্টোবর টোকিওতে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে সেই ম্যাচ। তবে এশিয়ার ভক্তরা এই দুই ম্যাচে দেখতে পারবেন না নেইমারকে। চোটের জন্য ডাক পাননি তিনি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত